রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাবেরোবির প্রধান ফটকের সামনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

বেরোবির প্রধান ফটকের সামনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

জয়নাল আবেদীন: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শুক্রবার থেকে শুরু হয়েছে ৩দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে এই প্রদর্শনীতে সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র এবং প্রথম শহীদ আবু সাঈদের আন্দোলনে বিরোচিত সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে ।

এ সময় উপস্থিত ছিলেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী, ফটো সাংবাদিক আদর রহমান, বিশিষ্ট ফটো সাংবাদিক ফিরোজ চেীধুরী। ফিতা কেটে আবু সাঈদের বড় ভাই রমজান আলী প্রদর্শনীর উদ্ধোধন করে বলেন আমাদের পরিবারে আমরা নয় ভাই বোন। ভাইদের মধ্যে আবু সাঈদ ছিল সবার ছোট। আমাদের পরিবারে একমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়তে পেরেছে আবু সাঈদ। আশা ছিল সে বড় হয়ে ভালো কিছু করে আমাদের পরিবারের হাল ধরবে। কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হলো। যারা আমার ভাইকে আঘাত করেছে ও এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত ছিল সবার কঠোর শাস্তি চাই।তিনি আরো বলেন, আজকের এ আলোকচিত্র প্রদর্শনীতে আমার ভাই যেদিন শহীদ হয় ওই বিষয়গুলো উঠে এসেছে। সবাইকে ধন্যবাদ সুন্দর আয়োজনের জন্য।

বেরোবির প্রধান ফটকের সামনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

এ আলোকচিত্র অনুষ্ঠানের উদ্যোক্তা ফটো সাংবাদিক আদর রহমান বলেন আমি ১৬ জুলাইয়ে সাড়ে ৩শ ছবি তুলেছি এর মধ্যে ৫০টি ছবি এখানে প্রদর্শন করা হয়েছে। এই প্রদর্শনীর মাধ্যমে ১৬ জুলাইয়ের অপ্রকাশিত ছবিগুলো তুলে ধরার চেষ্টা করেছি। কখনো যদি আবু সাইদকে নিয়ে গবেষণা করা হয় তাহলে হয়তো এই ছবিগুলো অনেক কার্যকর ভূমিকা পালন করবে।বেরোবি ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মহসিনা আহসান বলেন, একটি যৌক্তিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে আবু সাঈদ ১৬ জুলাই শহীদ হয়। এ ঘটনা সারা দেশ দেখেছে। সে বুক পেতে দিয়েছিল এবং পুলিশ তাকে গুলি করেছে। এ প্রদর্শনীতে সে চিত্রগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। আমরা চাই সব হত্যাকান্ডের সুষ্ঠু বিচার হোক। যে যৌক্তিক সংস্কারের জন্য আবু সাঈদ জীবন দিলো তা বাস্তবায়ন হোক।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments