বাংলাদেশ প্রতিবেদক: বগুড়ার কাহালু উপজেলায় চাঁদা চাইতে গিয়ে গ্রামবাসীর পিটুনিতে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সীতাকলমা হিন্দুপাড়ায় ফণীন্দ্রনাথের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রাকিব (২৪)। তার বাড়ি কাহালু উপজেলার পরিশেষ গ্রামে।
পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, রাকিব স্থানীয় চাঁদাবাজ দল আতা বাহিনী গ্রুপের সদস্য ছিল।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, ফণীন্দ্রনাথের বাড়িতে আতা বাহিনীর লোকজন ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় বাড়িতে গিয়ে হামলা চালায় এবং একজনকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। পরে পরিবারের লোকজনের কান্নাকাটি শুনে এলাকার লোকজন সেখানে গিয়ে ১০-১২ জনকে ধাওয়া দেয়। এ রাকিব গ্রামবাসীর হাতে ধরা পড়লে লোকজন তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আতা বাহিনীর সদস্যরা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের আটক করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।