রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeরাজনীতিআ.লীগের গণহত্যা সমর্থনকারীদের সঙ্গে আমার সম্পর্ক নেই: সোহেল তাজ

আ.লীগের গণহত্যা সমর্থনকারীদের সঙ্গে আমার সম্পর্ক নেই: সোহেল তাজ

বাংলাদেশ প্রতিবেদক: -সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন জুলাই-আগস্ট হত্যাকাণ্ড ও নির্যাতনে সমর্থনকারী এবং গত ১৫ বছরের দুর্নীতি, গুম অনিয়ম ও কোটি-কোটি টাকা পাচারকারীদের সমর্থকদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সম্প্রতি গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশ থেকে লক্ষ-লক্ষ কোটি-কোটি টাকা পাচার, কীভাবে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছে, তা আমরা স্বচক্ষে দেখেছি। এসব বিষয়ে আমি সত্য কথা বললে, কেউ যদি কিছু মনে করে তাহলে আমার কিছু যায় আসে না। খারাপ মানুষের প্রসংশা আমার দরকার নেই।

সোহেল তাজ বলেন, যারা এগুলো দেখেও না দেখার ভান করে, তাদের সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি খোলামেলা মানুষ, স্পষ্টবাদী মানুষ। আমি সবার সঙ্গে মিলেমিশে চলতে স্বাচ্ছন্দবোধ করি।

নিজের পারিবারিক শিক্ষার কথা তুলে ধরে সোহেল তাজ বলেন, আমরা যদি মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করতে পারি তাহলে সবাই সমান। ধনদৌলত ও প্রভাব প্রতিপত্তি, গাড়ি-বাড়ি দিয়ে একজন মানুষকে বিচার করা যায় না। মানুষকে তার চরিত্র দিয়ে বিচার করতে হয়। এটি আমার পারিবারিক শিক্ষা।

মানুষকে এবং দেশকে ভালোবাসতে শিখিয়েছে আমার পরিবার। আমি স্পষ্টবাদী। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments