শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাঈশ্বরদীর লোকালয়ে দেখা মিললো বিরল প্রজাতির ২টি কালোমুখো হনুমান

ঈশ্বরদীর লোকালয়ে দেখা মিললো বিরল প্রজাতির ২টি কালোমুখো হনুমান

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদী শহরের কর্মকারপাড়া-নূরমহল্লা এলকায় দেখা মিলেছে বিরল প্রজাতির মুখপোড়া হনুমানের। শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে ২টি মুখপোড়া হনুমানকে ঘুরে বেড়াতে দেখা যায় এলাকার বিভিন্ন বাড়ি ছাদে ছাদে। হনুমানটি যে ছাদেই যাচ্ছে, সেখানেই কৌতূহলী মানুষ ভিড় করে দেখছে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে কর্মকারপাড়া এলাকায় প্রথম হনুমান দুটিকে দেখা যায়। কৌতূহলী জনতা ভিড় জমালেই হনুমানটি বিভিন্ন বাড়ির উঁচু ছাদে আশ্রয় নিচ্ছে। ছুটে বেড়াচ্ছে এক ছাদ থেকে অন্য ছাদে। কেউ কেউ খেতে দিচ্ছে কলা, বিস্কুট ও পাউরুটি। তবে কিভাবে এই প্রাণীর আগমন ঘটেছে তা কেউ জানে না।

বন বিভাগের ধারনা, হনুমান ২টি দলছুট হয়ে ভারতীয় মালবাহী ট্রেনে চড়ে নিজ এলাকা ছেড়ে এ অঞ্চলে এসেছে।

এলাকাবাসী নান্টু বলেন, ভারত থেকে সম্প্রতি আগত পণ্যবাহী ওয়াগণের ( ট্রেনে) সাথে এদের আগমন ঘটতে পারে। এর আগেও ট্রেনে করেই আরও ২-৩ বার বাঁদর ও হনুমাণের আগমন ঘটেছিল। হনুমানটিকে দেখার জন্য শিশু, নারী, পুরুষসহ নানা বয়সের লোকজন ভিড় করছেন।

স্থানীয় সজিব কর্মকার বলেন, মুখপোড়া হনুমান বৃক্ষচারী শান্তিপ্রিয় প্রাণী। চলাফেরা, ঘুম, খাবার সংগ্রহ, প্রজনন, খেলাধুলা, বিশ্রাম সবকিছু এরা গাছে থেকেই সম্পন্ন করে। মূলত গাছের পাতা খেয়ে জীবনধারণ করে এরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments