রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
Homeবিনোদনকিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন আইসিইউতে

কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন আইসিইউতে

বাংলাদেশ প্রতিবেদক: কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমীন : আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান পরিবেশন করতে যান তিনি। এরপর মঞ্চে অসুস্থ হয়ে পড়েন এই শিল্পী। তারপর দ্রুত তাকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

এদিকে আজ শনিবার তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দীঠি আনোয়ার।

‘আমাদের সাবিনা ইয়াসমীন : আমি আছি থাকব’ শীর্ষক এই পরিবেশনার মাধ্যমে এক বছরের বেশি সময় পর আবার মঞ্চে ফেরেন এই শিল্পী। এইচএসবিসি বাংলাদেশের এই আয়োজনে আজ শনিবারও একই মঞ্চে গাইবার কথা ছিল এই বরেণ্য শিল্পীর।

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments