শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeঅপরাধপুলিশের সামনেই দেওয়া চিঠিতে কী বার্তা দিয়েছেন আ.লীগ নেতা এনামুর

পুলিশের সামনেই দেওয়া চিঠিতে কী বার্তা দিয়েছেন আ.লীগ নেতা এনামুর

বাংলাদেশ প্রতিবেদক: আদালতে স্বজনকে দেওয়া সেই চিঠিতে নিজের ‘ওষুধের লিস্ট’ দেন বলে দাবি করেছেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

গত ১২ ফেব্রুয়ারি সাভারের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় রিমান্ড শুনানিতে ভাই পরিচয়দানকারী এক অজ্ঞাত ব্যক্তিকে পুলিশের সামনেই চিঠি দেন এনামুর রহমান। ওইদিন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রিমান্ড শেষে ডা. এনামকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

আদালতে তোলার সময় ডা. এনামুর রহমানের কাছে এক সাংবাদিক জানতে চান চিঠিতে সেদিন কি বার্তা দিয়েছিলেন। উত্তরে এনামুর রহমান বলেন, ‘আমার ওষুধের লিস্ট দিয়েছিলাম।’ আপনি কি অসুস্থ জানতে চাইলে তিনি হ্যাঁ উত্তর দেন।

এদিকে এদিন হৃদয় হত্যা মামলায় এনামুর রহমানকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালত।

এর আগে টিস্যু পেপারে এমন চিঠি লিখে গোপন বার্তা দেওয়ার ঘটনায় সাবেক শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আলোচনায় আসেন। এছাড়া সালমান এফ রহমান আদালতে এসে সরকার উৎখাতের বার্তা দেওয়ার বিষয়টিও বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments