ফজলুর রহমান: রংপুরের পীরগাছায় এবারে সরিষার বাম্পার ফলন হয়েছে। সরিষা চাষে অল্প সময়ে কম খরচে লাভ বেশি হওয়ায় উপজেলার কৃষকরা সরিষা চাষে ঝুঁকছে। চলতি মৌসুমে রেকর্ড পরিমান জমিতে উচ্চ ফলনশীল জাতের সরিষার চাষ করেছে কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, এবারে ১হাজার ৯শ ৭০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বারি- ১৪ উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ বেশি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফলন ভালো হয়েছে। গতবারের চেয়ে এবারে সরিষার দাম অনেকটাই ভালো, তাই সরিষার ভালো দাম পেয়ে কৃষক খুশি।
উপজেলার বিভিন্ন এলাকার একাধিক কৃষক জানান, আমন ধান কাটার পর সরিষার আবাদ শুরু হয়। নভেম্বর মাসের মাঝামাঝি সরিষার বীজ বপন করা হয়। ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি সময় থেকে মার্চের প্রথম সপ্তাহে সরিষা মাড়াই করে ঘরে তোলা হয়। এরই মধ্যে সরিষা মাড়াই শেষে বাড়ির আঙ্গিনায় রোদে শুকানো হচ্ছে। এবারে উপজেলায় বিনা চাষেও সরিষার আবাদ ভালো হয়েছে বলে একাধিক কৃষক জানান। সরেজমিনে উপজেলার তাম্বুলপুর, ছাওলা, অন্নদানগর , কান্দি ও পারুলসহ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, বেশির ভাগ সরিষা চাষীই মাঠ থেকে সরিষা নিয়ে উঠানে মাড়াই শেষে শুকানো প্রায় শেষ করেছেন। গত বছরের চেয়ে এবারে সরিষার দাম প্রায় দ্বিগুণ হয়েছে। বর্তমান বাজারে সরিষার মণ ৩৫শ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। ভালো দাম পেয়ে কৃষকরা অনেকটাই খুশি। গত বছর প্রতি মণ সরিষা ২ হাজার থেকে ২৫শ টাকা পর্যন্ত ছিল বলে কৃষকরা জানান। তাম্বুলপুর ইউনিয়নের সরিষা চাষী দেলোয়ার হোসেন জানান, উপজেলা কৃষি অফিসের দেয়া কৃষি উপকরন নিয়ে জমিতে প্রদর্শণী হিসেবে সরিষার চাষাবাদ করেছি। আমার সরিষা মোটামুটি ভালো ফলন হয়েছে। এবারে বাজারে দামও ভালো। তাম্বুলপুর ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, সরিষা লাভজনক ফসল। কম খরচে অধিক লাভ হওয়ায় কৃষকরা সরিষা চাষাবাদ করে। অল্প সময়ের জীবনকাল হলেও বিঘায় প্রায় সাড়ে তিন থেকে চার মণ সরিষা উৎপাদন হয়।
তিনি আরো বলেন, সরিষা চাষ করলে জমির উর্বরতা বেড়ে যায়, ফলে অর্ধক খরচে বোরো চাষাবাদ করা যায়। উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এর সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, তিন মাসের কম সময়ের মধ্যে সরিষার আবাদ ঘরে তোলা যায়। সরিষা চাষাবাদে কৃষি অফিস থেকে কৃষকদের উৎসাহ প্রদান করা হয়। এছাড়া উপজেলায় ২হাজার ৪শজন কৃষককে প্রণোদনা হিসেবে উচ্চ ফলনশীল জাতের ১ কেজি সরিষা বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি সার বিনামূলে দেওয়া হয়েছে। এছাড়া ৬০ টি প্রদর্শণী দেয়া হয়েছে।