রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাকটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ স্কুলছাত্র নিহত

কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ স্কুলছাত্র নিহত

রতন ঘোষ: কিশোরগঞ্জের কটিয়াদীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ ঘটিকার দিকে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া এলাকায়।নিহত দুজন হলেন ১। উপজেলা মধ্যপাড়া গ্রামের মোঃ ফারুকের ছেলে মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আলী আকবর (১৩)এবং একই এলাকার মোহাম্মদ ফেরদৌসের ছেলে মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মোঃ জুনায়েদ (১১)।

ঘটনার সূত্রে জানা যায় বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠানের অংশ নেওয়ার জন্য তারা একটি মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল। কিন্তু পথে মধ্যে মধ্যপাড়া সড়কে একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেআলী আকবর নিহত হয় এবং জুনায়েদ দুর্ঘটনায় গুরুতর আহত হয়। এলাকাবাসী জুনায়েদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার এই খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় শিক্ষার্থী ও জনতা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেএবং কয়েকটি গাড়ি ভাঙচুর সহ বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। যার ফলে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং এখন পর্যন্ত সড়ক চলাচল বন্ধ আছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments