শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeঅর্থনীতিরাশেদ মাকসুদ নাকি সাইফুর রহমান ? বিভক্ত বিএসইসি, ক্ষতিগ্রস্ত সাধারন বিনিয়োগকারী

রাশেদ মাকসুদ নাকি সাইফুর রহমান ? বিভক্ত বিএসইসি, ক্ষতিগ্রস্ত সাধারন বিনিয়োগকারী

দুর্নীতি ও কারসাজির দায়ে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এতে করে এখন বিএসইসি এবং ডিএসই’র অসাধু কর্মকর্তারা রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে। এদের সাথে যুক্ত হয়েছে কিছু দালাল-টোকাই ও কারসাজির সঙ্গে সম্পৃক্ত অসাধু বিনিয়োগকারী। আপনি কার পক্ষে ?? দালাল-দুর্নীতিবাজদের পক্ষে ?? আপনি কি ভেবে দেখেছেন যারা আন্দোলন করছে তাদের বাজার ও বিনিয়োগকারীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই তারা বাজার বন্ধ করে কর্মবিরতির ডাক দিয়েছে। এসব কর্মকর্তা ও টাউট বিনিয়োগকারী কি আপনার পক্ষে নাকি দুর্নীতিবাজ-কারসাজির চক্রের পক্ষ হয়ে কাজ করছে ?? আপনি যদি এসব না বুঝেন তাহলে পুঁজিবাজার আপনার জন্য নয়।

পুজিবাজারে বিকাশ পার্টিকে আমি যতটা না ঘৃণা করি তার চেয়ে বেশি ঘৃণা করি যারা কারসাজির সঙ্গে যুক্ত এবং সেসব দালালদের। ডিএসই এবং বিএসইসির প্রায় ৯৫% কর্মকর্তা এবং কর্মচারি কারসাজির সঙ্গে সম্পৃক্ত, এর সাথে যুক্ত হয়েছে কিছু অসাধু দালাল বিনিয়োগকারী। কারসাজির জন্য যদি জরিমানা করা হয় তাহলে আপনি বিনিয়োগকারী হলে আপনার খুশি হওয়ার কথা আপনি কেন আন্দোলন করছেন ?? এতেতো স্পষ্ট আপনি দুর্নীতিমুক্ত ও কারসাজিমুক্ত বাজার চান না।

অনেকে হয়তো প্রশ্ন করেন জরিমানা করেছে সে টাকা আদায় হয়েছ কি না !!

আরে ভাই জরিমানা যেহেতু করেছে আদায়ও হবে। আইন আছে, যাদের জরিমানা করেছে তাদের আত্মপক্ষ সমর্থন করারও আইন আছে, তারা এর বিরুদ্ধে আপিল করবে সে আইনও আছে। এর পরে আদালতের মাধ্যমে সিদ্ধান্ত হবে। তাতেতো সময় লাগবেই। এখন কবে আদায় হবে, সে চিন্তা করে কি শাস্তি দিবেনা ?? তাহলে কি দাঁড়ালো ?? কারসাজির জন্য বাজার উন্মুক্ত করে দাও ??

একটি বিষয় লক্ষণীয় যে বাজার যখন স্বাভাবিক আচারন করেন (উত্থান থেকে পতন, পতন থেকে উত্থান) ঠিক সে সময় আন্দোলন শুরু হয়ে বাজার আবার নিচে নামানো হয়ে। ৫২ উইক লো থেকে ১০৮ উইক লোতে নিয়ে আসা হয় স্টকের দর। এর পরে আবার ২০-৩০% আপ হলে সব ছেড়ে দিয়ে আবার আন্দোলন করে এই সব অসাধু চক্র। ডিএসইর কর্মকর্তারা ডিভিডেন্ড দেয়ার তথ্য গোপন করে জেড পাঠায়, এর পরে কম দামে শেয়ার হাতিয়ে বিকেলে আবার জেড থেকে বি তে ফিরিয়ে আনে। আপনি তাহলে আন্দোলন করছেন কার পক্ষে ?? বিনিয়োগকারীর পক্ষে নাকি এসব অসাধু কর্মকর্তা আর কারসাজির দালালদের পক্ষে ?? দেশে প্রায় ২০ লাখ বিনিয়োগকারি আছে আন্দোলনে এরা সবাই কোথায় ?? আপনারা চেনা মুখ ৫০-৬০ জন কেন ?? আন্দোলনে আপনাদের ৫০-৬০ জন কেন ? বাকি ১৯ লাখ বিনিয়োগকারী আসেনা কেন ? আপনারা কিছুদিন বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে আন্দোলন করেছেন। এখন আবার নতুন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করছেন। আপনি আসলে কি চান ?

এখন বর্তমান সরকারের অধিনে শুদ্ধাচার হচ্ছে, আজকের জন্য নয় এই শুদ্ধাচার আগামির জন্য, যেন পুজিবাজার আগামীতে দেশের অর্থনীতিতে ভালো ভুমিকা রাখতে পারে ।

আপনাদের বিনিয়োগ কে শিখিয়েছে ?? আপনি কি দেখেন না ইনডেক্স কেন টানা ৫ দিন লাল হয়েছে কেন ? সাধারনত কোন স্টক ডিভিডেন্ড দিলে এর দাম বারে আর আমাদের দেশে ডিভিডেন্ড ঘোষণার দিন থেকে রেকর্ড ডেট পর্যন্ত কমতে থাকে, যেমন বিএটিবিসি এবং জিপি ডিভিডেন্ড ঘোষণার পর থেকে কমেছে এবং রেকর্ড ডেটের পর টানা এই ৫ কর্মদিবস ডিভিডেন্ড যা দিয়েছে তার চেয়ে দ্বিগুণ কমেছে। আপনি হয়তো বলবেন কমেছে কেন ? কমেছেতো আপনাদের মতো ফকিন্নি মার্কা বিনিয়োগকারীর কারনে। ডিভিডেন্ড খেয়ে পরের দিন সেল দিতে হুমড়ি খেয়ে পড়েন। ফ্রি ডিভিডেন্ড খেতে চান !!

বাজারে বড় যে কোম্পানিগুলো ইনডেক্স উত্থান-পতনে ভুমিকা রাখে তার মদ্ধে হচ্ছে – লিন্ডে বিডি, জিপি, রেনাটা, ইবনেসিনা, স্কয়ারফার্মা, বিএটিবিসি। এগুলো কমলে ইনডেক্স কমবেই। আপনি আমার কথা মিলিয়ে দেখুন গত ৫ কর্মদিবস জিপি, রেনটা, বিএটিবির দর কমেছে এবং ইনডেক্স পয়েন্টও কমেছে। এখন আপনি বলুন ইনডেক্স লাল হওয়ার জন্য দায়ী কে ? রাশেদ মাকসুদ কমিশন ?? তারা কি নিজেরা শেয়ার বাই করে ইনডেক্স বাড়াবে ? জানি আপনি বলবেন গাম্লারদের সুযোগ দিতে যেন ইনডেক্স বাড়ে। যেখানে আপনি ইনডেক্স বাড়ার পিছনে গাম্লার পছন্দ করেন তবে আপনি বিনিয়োগকারী নন আপনি টোকাই-বাটপার। কারসাজি করে বন্ধ কোম্পানির দাম বাড়িয়ে সাধারন বিনিয়োগকারীদের নিঃস্ব করাই আপনার উদ্দেশ্য। আপনি একজন অসৎ লোভী মানুষ। আপনার জন্য পুজিবাজার নয় আপনি পতিতালয়ে গিয়ে দালালি করেন।

লেখকঃ ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান শিশির

(লেখক ও সমালোচক)

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments