শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeঅর্থনীতিচেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ দাবি বিএসইসি কর্মকর্তাদের

চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ দাবি বিএসইসি কর্মকর্তাদের

বাংলাদেশ প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) একজন নির্বাহী পরিচালককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসে উঠেছেন সংস্থাটির কর্মকর্তারা-কর্মচারীরা। তারা কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ দাবি করেছেন।

কর্মকর্তারা সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরের নির্দেশ প্রত্যাহারসহ চার দফা দাবি জানিয়েছেন। এসব দাবি মানা না হলে আজকের মধ্যে চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করতে হবে। নইলে আগামীকাল বৃহস্পতিবার তারা লাগাতার কর্মবিরতিতে যাবেন।

বুধবার (৫ মার্চ) বিএসইসিতে এক সংবাদ ব্রিফিংয়ে কর্মকর্তারা চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগসহ চার দফা দাবি তুলে ধরেন।

এদিকে আজ দুপুরের দিকে বিনিয়োগকারীদের একটি সংগঠনের ব্যানারে কিছু ব্যক্তি রাজধানীর আগারগাঁয়ে বিএসইসি ভবনের সামনে অবস্থান নেন। সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট নাজুক হয়ে উঠে। এক পর্যায়ে সেনা সদস্যরা এসে ভবনটির নিয়ন্ত্রণ নিয়ে এতে সবার প্রবেশ বন্ধ করে দেয়। তারা কঠোর নিরাপত্তা নিয়ে চেয়ারম্যান ও কমিশনাররা বিকালে অফিস ছেড়ে যান।

সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুব আলম। এ সময় নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মকর্তাদের চার দপা দাবির মধ্যে রয়েছে-নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরের নির্দেশ প্রত্যাহার, ‘বিতর্কিত’ তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কর্মকর্তাদের শোকজ করা বন্ধ রাখা এবং ইতোমধ্যে জারি করা শোকজসমূহ প্রত্যাহার করে ক্ষমা চাওয়া, ১২৭ জনের নিয়োগের ব্যাপারে বিজ্ঞ আইনজীবী নিয়োগ এবং ৩ দিনের মধ্যে আপিল করে কমিশনের অবস্থান স্পষ্ট করা, কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে অশোভন, অপেশাদারমূলক দূর্ব্যাহার বন্ধ করা।

ব্রিফিংয়ে মাহবুব আলম বলেন, বর্তমান কমিশন সংস্থার বিধিবহির্ভূত কাজ করছেন। তিনি কারণে-অকারণে কর্মকর্তাদের বকাঝকা করেন, তুচ্ছতাচ্ছিল্য করেন, কোনো প্রমাণ ছাড়াই কর্মকর্তাদের ইঙ্গিত করে বলেন, এখানে টাকা ছাড়া ফাইল নড়ে না। এসব মিথ্যা অভিযোগ ও দুর্ব্যাবহারে কর্মকর্তারা মানসিকভাবে বিপর্যস্ত।

তিনি বলেন, বিএসইসির বিধিমালা অনুসারে কমিশনের গঠিত সাম্প্রতিক তদন্ত কমিটি কোনো এখতিয়ার নেই কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করার। এটি অ্যাক্ট ও অর্ডিন্যান্সের আওতায় গঠিত। এ ধরনের কমিটির কাজ সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তদন্ত করা, তদন্তে কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে সেটি সিভিল নাকি ক্রিমিনাল অফেন্স তা উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা। কমিশনের কর্মকর্তা-কর্মচারিদের দোষী সাব্যস্ত করা এই কমিশনের কাজ না।

তিনি আরও বলেন, অ্যাক্ট ও অর্ডিন্যান্সের আওতায় গঠিত কমিটির সুপারিশকে সার্ভিস রুলের আওতায় এনে কর্মকর্তা-কর্মচারীদেরকে শোকজ করা যায় না। আজকে আমরা এটাই কমিশন বুঝাতে চেষ্টা করেছি, কিন্তু কমিশন বলেছে, তারা ঠিক আছে।

মাহবুব আলম বলেন, শোকজ করে তা মিডিয়ায় দিয়ে আমাদেরকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে, মিডিয়া ট্রায়ালের সামনে আনা হচ্ছে।

তিনি বলেন, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া যাবে। তবে সে তদন্ত হতে হবে সার্ভিস রুলের আওতায়, আর যে পদের কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত হবে তার উচ্চতর পদের কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি গঠিত হবে। কিন্তু বাইরের কাউকে দিয়ে তদন্ত করা সার্ভিসরুল পরিপন্থী এবং আমাদের জন্য লজ্জাজনক।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments