শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
Homeসারাবাংলাফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৭ জনের মৃত্যু

ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৭ জনের মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: ফরিদপুরে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ার ঘটনায় নিহত বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত ৩৫ জনের মধ্যে আরও ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে নিহতদের মধ্যে রয়েছেন- নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের বাসিন্দা জোয়ার সর্দার (৬৫) ও তার ছেলে ইমান (২৮) এবং একই উপজেলার ভারতী রানী সরকার (৪০)। এছাড়া আরও প্রাণ হারান হাজীগঞ্জের চরভদ্রাসন এলাকার আলম (৪০), মোল্লাবাড়ি সদরের ফজিরুন নেছা (৬০), দীপা খান (৩৪) ও আজিবুর (৪৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা-ফরিদপুরগামী ফারাবী ডিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। সেই সঙ্গে বিদ্যুতের পিলারের মধ্যে বাসের একটি অংশ ঢুকে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।

এ ঘটনায় আরও ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা জানান, আমরা সকল আহতকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছি এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুদ আলম জানান, গাড়িটি দ্রুতগতির ছিল। একই সঙ্গে আরেকটি দ্রুত যানকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং প্রত্যেক নিহতের পরিবারকে ৩০ থেকে ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া এই দুর্ঘটনার কারণ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, দুর্ঘটনাস্থলে জরুরি সেবা ও প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার কাজ চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments