বাংলাদেশ প্রতিবেদক: মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কুলাউড়ার থানার এক উপপরিদর্শক দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ভাটেরা রাবার বাগানের ফটকের কাছে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা করলে সোমবার রাতেই বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা আসামিরা হলেন– খলিল মিয়া (১৮), জিমুল মিয়া (১৮), রুমন মিয়া (৩১) ও ইমন মিয়া (২৯) করে। আসামিদের সবাই ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ গ্রামের বাসিন্দা।
জানা যায়, ঘটনার দিন ভাটেরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদ মিয়াকে গ্রেপ্তার করতে কুলাউড়া থানার উপপরিদর্শক মো. ছাদেক মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। পুলিশ আসামি শহিদ মিয়াকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় ভাটেরা রাবার বাগানের প্রধান ফটকে শহিদ মিয়ার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে শহিদ মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের হামলায় উপপরিদর্শক ছাদেক মিয়া আহত হন। পরে ঘটনাস্থল থেকে ফিরে এসে ছাদেক মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা করেন। রাতেই পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। তবে পালিয়ে যাওয়া আসামি শহিদ মিয়াকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার জানান, গ্রেপ্তার ৪ আসামিকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। শহিদ মিয়াসহ অপর আসামিদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।