শহিদুল ইসলাম: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৪৪ বোতল ফেন্সিডিল সহ আলমগীর হোসেন (৩০ )নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা ।
বুধবার সকাল ৮টার সময় সীমান্তের দৌলতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক আলমগীরের বাড়ী শার্শা শ্যামলা গাছী গ্রামে।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, দৌলতপুরর ক্যাম্পের নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন এর টহল দল কতৃক দৌলতপুর মাঠের মধ্য হতে আলমগীর হোসেনকে ফেন্সিডলি সহ আটক করা হয।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সৌপর্দ করা হয়েছে বলে তিনি জানান ।