বাংলাদেশ প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারীতে গভীর রাতে ফিল্মি স্টাইলে এক দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ অর্ধলাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত সদস্যরা।
এসময় সশস্ত্র ডাকাতদল দোকানির ছোটভাই সেনাসদস্যকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ সেনাসদস্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) রাত আড়াইটার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ড মেখল রোড শায়েস্তা খাঁ পাড়ায় গাউছিয়া স্টোরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সেনাসদস্য শহিদুল ইসলাম সায়েম (২৫) সিলেট ক্যান্টনমেন্ট-২৭ বীরে সৈনিক পদে কর্মরত রয়েছেন। তিনি কয়েক দিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। তিনি ওই এলাকার মো. রশিদুলের পুত্র।
গাউছিয়া স্টোরের দোকানি আমিনুল ইসলাম বাবু বলেন, দোকানে মালামাল গোছানোর জন্য আমার বড়ভাই রাশেদ দোকান বন্ধ করতে দেরি করে। রাত ২টা ৪৫ মিনিটের সময় ৪ জন অস্ত্রধারী ডাকাত মাক্স ও গামছা বাঁধা অবস্থায় দোকানে ঢুকে বড়ভাই রাশেদকে জিম্মি করে ক্যাশে থাকা টাকা হাতিয়ে নেয়। এমন দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখতে পেয়ে আমি ও আমার ছোটভাই সেনাসদস্য সায়েম দৌড়ে দোকানে যাই। এসময় ডাকাতরা ছোটভাই সায়েমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাটহাজারীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে সিএমএইচে প্রেরণ করেন।
শায়েস্তা খাঁ পাড়া সমাজের সর্দার মো. এজাহার মিয়া বলেন, শায়েস্তা খাঁ পাড়া বা হাটহাজারী কলেজ গেট এলাকায় এরকম ঘটনা আর কখনো ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থানে থাকলে আশা করি এরকম ঘটনা আর হবে না। সেনাসদস্য সায়েমের জন্য আমরা দোয়া করি।
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা সব দিক বিবেচনা করে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ডাকাতদের যে উদ্দেশ্য থাকুক না কেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সবাইকে আইনের আওতায় আনা হবে।