মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাকোনো অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবেনা: মেয়র মোস্তফা

কোনো অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবেনা: মেয়র মোস্তফা

জয়নাল আবেদীন: প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহতিকরণ সভায় রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন কোনো অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবেনা । তিনি বলেন আমি নিজেও দুর্নীতি করি না, কাউকে দুর্নীতি করতেও দিব না। যদি আমার কোনো কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য থাকে আমাকে না জানিয়ে তা প্রকাশ করুন। সোমবার দুপুরে সিটি করপোরেশনের সভাকক্ষে আয়োজিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প বিষয়ক সভায় তিনি এ কথা বলেন। মেয়র আরও বলেন, ‘আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে রংপুর সিটি এলাকার সর্বত্র দৃশ্যমান উন্নয়ন হবে। একইসঙ্গে আধুনিক রংপুর মহানগর গড়ে তুলতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দারিদ্র হ্রাসকরণে সরকারের প্রকল্প বাস্তবায়ন করা হবে। নগরীর ১৬ থেকে ৩০নং ওয়ার্ডে আগামী ২০২৩ সাল পর্যন্ত এ প্রকল্পটি বাস্তবায়িত হবে।'মোস্তাফিজার রহমান বলেন, ‘২০২০ সালের মধ্যে রংপুর সিটি করপোরেশনের ১শ১৪টি রাস্তার উন্নয়ন কাজ শেষ করা হবে। ১৫টি ওয়ার্ডের এই ১শ১৪ টি রাস্তা পাকাকরণসহ উন্নত হলে নগরবাসীর চলাচলে কোনো ভোগান্তি থাকবে না।তিনি বলেন, ‘রংপুর সিটি হওয়ার আগে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (এলআইইউপিসিপি) চালু হয়েছিল। বিগত মেয়রের মেয়াদকালে বিভিন্ন কারণে তা বন্ধ হয়। দীর্ঘ পাঁচ বছর পর আবারও নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্পটি চালু করা হলো। এর মাধ্যমে দারিদ্রবান্ধব নগর ব্যবস্থাপনা, নীতি ও পরিকল্পনা জোরদার, আর্থিক ব্যবস্থাপনাসহ টেকসই নগর পরিকল্পনার বাস্তবায়নে সকলের অংশগ্রহণ ও সক্ষমতা বাড়বে। অনুষ্টানে জাতীয় প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মো. আব্দুল মান্নান রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন আজাদ টাউন ম্যানেজার মোবারক হোসেন বক্তব্য প্রদান করে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments