রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
Homeসারাবাংলাফুলবাড়ীতে আগাম আলুতে কৃষকের হাসি

ফুলবাড়ীতে আগাম আলুতে কৃষকের হাসি

মোস্তাক আহম্মেদ: দিনাজপুরের ফুলবাড়ীতে পাইকারী ও খুচরা বাজারে আলুর দাম চড়া থাকলেও ক্ষেত থেকে চাষীদের কাছে আগাম জাতের আলু কমদামে কিনছেন পাইকাররা। এতে বাজারের সঙ্গে সংগতিপূর্ণ দাম না পেলেও দাম পড়ে যাওয়ার ভয়ে আগেভাগে জমি থেকেই আলু বিক্রি করে দিচ্ছেন চাষীরা। উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় দুই হাজার ১৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল শুক্রবার (১০জানুয়ারী) পর্যন্ত চাষ হয়েছে প্রায় দুই হাজার হেক্টর জমিতে। এরমধ্যে উচ্চ ফলনশীল জাতের এক হাজার ৫৫০ হেক্টর এবং স্থানীয় জাতের ৪৫০ হেক্টর রয়েছে। উচ্চ ফলনশীল জাতের মধ্যে কার্ডিনাল, গ্রানুলা, স্টেরিক, ক্যারেট, রোজেটা ও রুমানা ভিএফ (রোমানা) রয়েছে। স্থানীয় জাতের মধ্যে লাল ও সাদা পাটনাই। উচ্চ ফলন শীল জাতের আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আগাম প্রতি হেক্টরে সাড়ে আট থেকে সাড়ে দশ মেটিক টন এবং স্থানীয় জাতের আগাম সাড়ে চার থেকে সাড়ে পাঁচ মেটিক টন। উপজেলার শিবনগর ইউনিয়নের শমশেরনগর গ্রামের আলু চাষী মোছা. নূর বানু বলেন, দেড় বিঘা জমিতে আগাম ক্যারেট জাতের আলু চাষ করে সেই আলু প্রথম দফায় ৮৩ কেজি ওজনের প্রতি বস্তা এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকায় পাইকারী বিক্রি করছেন ক্ষেত থেকেই। এতে প্রতি কেজি আলুর দাম পড়ছে ১৮ থেকে ২০ টাকা। একই আলু খোলা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৮ থেকে ৩০ টাকা দরে। একই গ্রামের অলুচাষী আব্দুল কুদ্দুস, রেজাউল ইসলাম, বিষু মন্ডল, নূর ইসলাম, সেকেন্দার আলী ও কায়ছার আলী বলেন, উফশীসহ স্থানীয় জাতের পাটনাই আলু আগাম চাষ করে ক্ষেত থেকে যে দামে বিক্রি করছেন, খোলা বাজারে তার চেয়েও অনেক বেশী দামে সেই আলু বিক্রি হচ্ছে। পৌর বাজারের আলুর খুচরা ব্যবসায়ি মোশাররফ হোসেন ও তুহিন হোসেন বলেন, বর্তমানে খুচরা বাজারে প্রতিকেজি স্থানীয় জাতের লাল পাটনাই ৩০ থেকে ৩২ টাকা, সাদা পাটনাই ৩৫ থেকে ৩৬ টাকা, রোমানা সাদা ২৭ থেকে ২৮ টাকা, লাল ৩৩ থেকে ৩৭ টাকা এবং ক্যারেট ২৮ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকাড়ি ব্যবসায়ি মমতাজ হোসেন ও প্রদীপ কুমার বলেন, পাইকাড়ি বাজারে রোমানা লাল আলু প্রতিকেজি ৩৫ থেকে ৩৬ টাকা এবং সাদা ২৫ থেকে ২৭ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে লাল আলুর সরবরাহ কম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফ বলেন, উপজেলায় এখনও আলু চাষ অব্যাহত রয়েছে। ফাল্গুন মাস পর্যন্ত আলু চাষ চলবে। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে চাষাবাদ হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments