বুধবার, মে ১, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে কবি লিমা রহমানের নতুন গ্রন্থে’র মোড়ক উন্মোচন

ভূঞাপুরে কবি লিমা রহমানের নতুন গ্রন্থে’র মোড়ক উন্মোচন

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে কবি লিমা রহমানের ৮ম নতুন গ্রন্থ “নদীটির নাম আমি”র মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভূঞাপুর নিরিবিলি ফুড কর্ণার মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এপার ওপার দুই বাংলার কবিদের মধ্যে এক মিলন মেলায় পরিনত হয়। ওপার বাংলা কলকাতা থেকে কবি ও কথা সাহিত্যিক দূর্গা বেরা প্রধান অতিথির বক্তব্য রাখেন, এছাড়াও রানা ঘাট নদীয়া থেকে কবি ও সাংবাদিক পুলক বসু, কবি ও কথা সাহিত্যিক রাজু শেখ, বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন, এপার বাংলার কবিও প্রাবন্ধিক শংকর দাশ, কবি ও সাহিত্যিক মির্জা মহীউদ্দিন আহমেদ, ছড়াকার ও চিত্রশিল্পী শাজু রহমান, কবি আল রুহী, কবি ও মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিন তালুকদার, কবি আলী রেজা, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামাণিকসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ। বিশ্ববাংলাসাহিত্য পরিষদ ভূঞাপুর শাখার আয়োজনে কবিগন তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব বাংলাসাহিত্য পরিষদ ভূঞাপুর শাখার সভাপতি কবি মামুন তরফদার। সঞ্চালনা করেন হারুন অর রশিদ হিটলার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments