মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ভূট্টা ক্ষেতে মৃতদেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতার

রংপুরে ভূট্টা ক্ষেতে মৃতদেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতার

জয়নাল আবেদীন: রংপুর নগরীর ৩১ নং ওয়ার্ডে রডমিস্ত্রির ঠিকাদার এন্তাজ মিয়াকে ভূট্টা ক্ষেতে হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার মধ্যে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে । এসময় নিহতের মোবাইল ফোন উদ্ধার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নগরীর রবাটসনগঞ্জ মণ্ডলপাড়ার রাজমিস্ত্রী আবুল হোসেন, সাতমাথা রেলগেটের সাইদুল ইসলামের স্ত্রী নির্মাণ শ্রমিক মর্জিনা বেগম ও নগরীর দক্ষিণ শেখপাড়া গ্রামের তমির উদ্দিন শুটকির ছেলে নির্মাণ শ্রমিক শাহ জামাল। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শহিদুল্লাহ কাওসার জানান, এন্তাজ হত্যাকাণ্ডের পর পুলিশ রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে। এক পর্যায়ে শনিবার দুপুরে ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে নগরীর ধর্মদাস ধান গবেষণা ইনস্টিডিউটের সামনে থেকে শেখপাড়া গ্রামের তমির উদ্দিনের ছেলে শাহ জামালকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মুলক জবানবন্দিতে পরবর্তীতে ঘটনার সাথে জড়িত আবুল হোসেন ও মর্জিনা বেগমকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে শাহ জামালের বাড়ি থেকে এন্তাজের ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আবুল হোসেনের মোটর সাইকেল উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।এদিকে মামলার তদন্ত কর্মকর্তা ও আরপিএমপি তাজহাট থানার এসআই মামুনুর রশিদ মামুন বলেন, শুক্রবার সকালে নগরীর মধ্য শেখ পাড়া এলাকার ভূট্টা ক্ষেত থেকে নিহত এন্তাজের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের ছেলে ইমরান হোসেন বাবু বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। তার পরই অভিযান চালিয়ে জড়িতদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জবানবন্দি অনুয়ায়ি নারী ঘটিত কারণে এই হত্যাকাণ্ড ঘটছে বলে পুলিশ জিঞ্জাসাবাদে জানতে পেরেছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments