মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলারংপুরে করোনায় এক মাসে দশ জন পুরুষ ও তিন নারীর মৃত্যু

রংপুরে করোনায় এক মাসে দশ জন পুরুষ ও তিন নারীর মৃত্যু

জয়নাল আবেদীন: রংপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে এক মাসে দশ জন পুরুষ ও তিন নারী মৃত্যু বরণ করেছে । তাদের বয়স পঞ্চাশ থেকে আশির বছরের মধ্যে। মৃত্যু ব্যক্তিদের মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসকসহ সাধারণ ব্যবসায়ী ও কৃষক রয়েছেন। এদের মধ্যে বাড়িতে মারা যাওয়া রোগীর সংখ্যা বেশি। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান জানান, রংপুরের পীরগঞ্জ উপজেলায় ১০ মে প্রথম করোনা আক্রন্ত এক কৃষকের মৃত্যু হয়। এর চারদিন পর একই উপজেলাতে এক বৃদ্ধ ব্যবসায়ী করোনায় মারা যান। তিনি জানান, গত এক মাসে জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুর সিটি করপোরেশন এলাকায় ৯ জন, পীরগঞ্জে ২ এবং মিঠাপুকুর ও পীরগাছার উপজেলায় একজন করে রয়েছেন। মারা যাওয়া বেশির ভাগ রোগী ছিলেন বয়সে বয়স্ক। তাদের অনেকেই দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments