মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeবিনোদনবাংলাদেশে ভারতীয় স্টার গ্রুপের ৫ চ্যানেলের প্রদর্শন বন্ধ

বাংলাদেশে ভারতীয় স্টার গ্রুপের ৫ চ্যানেলের প্রদর্শন বন্ধ

বাংলাদেশ প্রতিবেদক: ভারতীয় স্টার গ্রুপের পাঁচ চ্যানেলের পরিবেশক জাদু ভিশনের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এসব চ্যানেল বাংলাদেশে প্রদর্শন বন্ধের ঘোষণা দিয়েছে ক্যাবল অপারেটর্স অব বাংলাদেশ (কোয়াব)। এর আগে গত ২৮শে অক্টোবর একটি সংবাদ সম্মেলন করে তারা জাদু ভিশনের এমন আচরণের প্রতিবাদ জানিয়েছিলেন। তবে বুধবার আনুষ্ঠানিকভাবে তারা এই পাঁচটি চ্যানেলকে অনির্দিষ্ট সময়ের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন।

এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে কোয়াব। এতে কোয়াবের প্রেসিডেন্ট এসএম আনোয়ার পারভেজ বলেন, দেশজুড়ে ক্যাবল অপারেটরদের এসব চ্যানেল প্রদর্শন না করার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরো জানান, এরইমধ্যে অনেক ক্যাবল অপারেটর এই চ্যানেলগুলো বাদ দিয়েছেন এবং অন্যরাও প্রক্রিয়াধীন আছেন। তিনি জাদু ভিশনের বিরুদ্ধে অপারেটরদের সঙ্গে অশোভনীয় আচরণ এবং ‘পেইড চ্যানেল’ ইচ্ছামত বিচ্ছিন্ন করে দেয়ার অভিযোগ আনেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments