মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeজাতীয়মৎস্য সেক্টরই পারে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে: খাদ্যমন্ত্রী

মৎস্য সেক্টরই পারে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে: খাদ্যমন্ত্রী

বাবুল আকতার: মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বের বুকে স্থান করে নিয়েছে, আমরা বিশ্বের মৎস্য উৎপাদনশীল দেশ সমূহের মধ্যে ৩য় স্থানে অবস্থান করছি। জননেত্রী শেখ হাসিনার দুরদর্শিতার কারণেরই মৎস্যই বিশ্বের বুকে আমাদের দেশের পরিচয় ঘটিয়ে দিয়েছে তাই দেশের মৎস্য সেক্টরই পারে দেশকে উন্নয়নের উন্নত শিখরে পৌঁছাতে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নওগাঁর সাপাহার উপজলার মৎস্যজীবীদের উদ্দেশ্যে ঐতিহ্যবাহী জবই বিলে মৎস্য আহরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন। জবই বিল মৎস্যচাষ উন্নয়ন প্রকল্পের আয়োজন ও নওগাঁ জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ এর সভাপতিত্বে বিল পাড়ে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড.মোছাম্মাৎ নাজমানারা খানুম, খাদ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক সারোয়ার মাহমুদ, নওগাঁ জেলা পুলিশ

সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শাহজাহান হোসেন মণ্ডল প্রমুখ বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে প্রধান অতিথি নৌকায় চড়ে জাল টেনে বিলের মৎস্য আহরণের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় জবই বিল মৎস্যচাষ উন্নয়ন কল্পের সকল সদস্য ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিল পাড়ের অসংখ্য লোকজন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments