মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জে করোনায় আরো তিন জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরো তিন জনের মৃত্যু

ফেরদৌস সিহানুক শান্ত: আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা গেলেন দুই নারীসহ তিনজন। এ নিয়ে জেলায় মোট করোনায় মারা গেলেন ৩৯ জন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী। আজ শুক্রবার এই তিন জনের মৃত্যু হয়। এদের মধ্যে দুই জনে করোনায় পজিভিট অপর জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

মৃতু ব্যক্তিরা হলেন, সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের চক-আলমপুর গ্রামের তুফানির স্ত্রী সাকেরা বেগম (৫০), একই গ্রামের কুদ্দুসের স্ত্রী রজলি বেগম (৭৫) এবং রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার কামারপাড়া গ্রামের কোসিমুদ্দীনের ছেলে একরামুল হক (৭০)।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, নারীসহ তিন জন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের শ্বাসকষ্টের পাশাপাশি ডায়াবিটিসসহ অন্যান্যে রোগও ছিল। শুক্রবার দুপুরে তারা পর্যায়ক্রমে মারা যান। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৯ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments