বাংলাদেশ প্রতিবেদক: মানিকগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্সের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১২ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যশোরগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্স বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।
পরে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিকে কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে নিহতের পরিবারে শোকের মাতম।
নিতহরা হলেন- রাজধানীর তাতিবাজারে স্বর্ণের কর্মকার দিপু ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী আলিম। সম্পর্কে তারা দুইজন বন্ধু। তাদের বাড়ি শিবালয় উপজেলার ইন্তাসগঞ্জ গ্রামে। পুলিশ অ্যাম্বুলেন্সটিকে জব্দ করলেও চালককে আটক করতে পারেনি।