মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

তাহিরপুরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

আহাম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুরের শহীদ সিরাজ লেক (নীলাদ্রিতে) পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার(০৮সেপ্টেম্বর)বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা শহীদ সিরাজ লেক(নীলাদ্রিতে)গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাগিব আহমেদ নামের এক পর্যটকের মৃত্যু হয়।

রাগিব আহমেদ রাজধানী ঢাকার মিরপুর কাজীপাড়া এলাকার ফরহাদ আহমেদ এর ছেলে।তিনি মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি(এমআইএসটি)এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

রাগিব আহমেদ সাথে থাকা বন্ধুরা জানান টাঙ্গুয়ার হাওরসহ উপজেলার বিভিন্ন পর্যটন এলাকা ভ্রমণের জন্য, ১৮ জন যুবক একসঙ্গে তাহিরপুরে আসেন।গতকাল নৌকাযোগে টাঙ্গুয়ার হাওর ঘোরা শেষে রাতে উপজেলা সীমান্তের টেকেরঘাট এলাকায় অবস্থান করেন।পরদিন সকালে টেকেরঘাট পর্যটন এলাকার বিভিন্ন স্থান ঘুরাঘুরি শেষে বিকালে সবাই মিলে শহীদ সিরাজ লেকে গোসল করতে নামে গোসল শেষে সবাই পাড়ে উঠতে যাওয়ার সময় সবাই পাড়ে উঠতে পারলেও রাগিব আহমেদ হঠাৎ ডুবে যান।দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিশ্চিত করে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আব্দুল লতিফ তরফদার জানান টেকেরঘাট শহীদ সিরাজ লেকে গোসল করতে গিয়ে রাগিব আহমেদ নামের এক যুবক পানিতে ডুবে যায় চিকিৎসার জন্য তাহিরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৫,৫০ য়ে তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাক্তার সৈয়দ আহমেদ সাছী মৃত্যু বিষয়েটি নিশ্চিত করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments