মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাফিরে দেখা ২০২১: উন্নয়নে আরো এগোচ্ছে উল্লাপাড়া

ফিরে দেখা ২০২১: উন্নয়নে আরো এগোচ্ছে উল্লাপাড়া

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফিরে দেখা ২০২১ সালে বড় ক’টি উন্নয়ণমূলক প্রকল্পের নির্মাণ কাজ চলছে৷ এরই মধ্যে মহাসড়কে দু’টি ফুট ওভার ব্রীজসহ বিভিন্ন সড়ক পথ ও বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে৷ উল্লাপাড়া সড়ক ও জনপথ বিভাগের বড় ধরণের তিনটি প্রকল্পের মধ্যে একটি প্রকল্পে দু’টি ফুট ওভার ব্রীজের নির্মাণ কাজ বাস্তবায়ন হয়েছে৷

এখন জনগণ ফুট ওভার ব্রীজ ব্যবহার করছেন৷ নগরবাড়ী – বগুড়া মহাসড়কের উল্লাপাড়ার শ্যামলীপাড়া ও বোয়ালিয়া বাজার এলাকায় ফুট ওভার ব্রীজ দু’টি নির্মাণ করা হয়েছে ৷ শ্যামলীপাড়া ও বোয়ালিয়া বাজার এলাকায় মহাসড়ক পারাপারে ২৫ দশমিক ৩০ মিটার দৈর্ঘ্যের একটি ফুট ওভার ব্রীজ নির্মাণ ব্যয় বরাদ্দ প্রায় ৪ কোটি ৬৭ লাখ টাকা বলে জানা গেছে ৷ সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম গত ২৫ মার্চ ফুট ওভার ব্রীজ দু’টির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন৷ গত সপ্তাহ তিনেক হলো শ্যামলীপাড়ার ফুট ওভার ব্রীজ জনগণ ব্যবহার করছেন৷ এদিকে উল্লাপাড়া সড়ক ও জনপথ বিভাগ থেকে উল্লাপাড়া রেল ষ্টেশনের পূর্ব পাশে নগরবাড়ী মহাসড়কের ২ দশমিক ৬৭ মিটার দৈর্ঘ্যের রেলওয়ে ওভারপাস এর নির্মাণ কাজ চলছে৷ একই বিভাগ থেকে প্রায় ২৫ কোটি টাকা বাংলাপাড়া থেকে উধুনিয়া সড়ক পথের নতুন করে নির্মাণ কাজ চলছে৷ এটির নির্মাণ কাজ বাস্তবায়নের মাধ্যমে উপজেলার পশ্চিমাঞ্চলের ক’টি ইউনিয়নের সাথে উপজেলা সদরের সড়ক পথের সহজ ও দ্রুত যোগাযোগ গড়ে উঠবে৷ উল্লাপাড়া এলজিইডি থেকে বড় ধরণের ক’টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ চলছে৷

বড়হর বাজারের কাছাকাছি ফুলঝোড় নদীর ওপর প্রায় ৪০ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ২শ ৯৪ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৮ মিটার দীর্ঘ ব্রীজের নির্মাণ কাজ চলছে৷ এছাড়া শ্রীকোলায় কচুয়া নদীর ওপর একটি ব্রীজ ও একই নদীর বারোইয়া খেয়াঘাট এলাকায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে ৯৬ মিটার দীর্ঘ ব্রীজ নির্মাণ কাজ চলমান আছে ৷ জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এসবের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন৷ উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ হাটে এলজিইডি থেকে একটি গ্রোথ সেন্টার নির্মাণ করা হচ্ছে ৷ এটি বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন পণ্যের ক্রেতা বিক্রেতাদের সব দিক থেকেই সুবিধা হবে বলে জানা গেছে ৷ এছাড়া ২০২১ সালে গয়হাট্রা – বিনায়েকপুর সড়কের দু’কিলোমিটার অংশ মেষ কংক্রিটে নির্মাণ করা হয়েছে ৷ এতে ব্যয় হয়েছে প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে ৷ উপজেলার বিভিন্ন এলাকায় একই বিভাগ থেকে সাব মারজেবল সড়কসহ আরো ক্#৩৯;টি পাকা সড়ক পথের নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে ৷

উল্লাপাড়ার উধুনিয়া ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু বলেন উধুনিয়া সড়কটির নির্মাণ এলাকার সব শ্রেণীর জনগণের দীর্ঘদিনের আশা প্রত্যাশা ছিলো৷ এটি বাস্তবায়নের মাধ্যমে উপজেলা সদরের সাথে গোটা উধুনিয়া ইউনিয়নসহ আরো কটি এলাকার সহজ ও দ্রুত যোগাযোগ গড়ে উঠবে৷ তিনি আরো বলেন উধুনিয়া থেকে আরো পশ্চিম এলাকার ময়দান দীঘি সড়ক নির্মাণ হলে পাবনা জেলার সাথে সড়ক পথের সহজ যোগাযোগ হবে৷ বড়হরের হাজী আবু সাঈদ বলেন বড়হর ব্রীজটি চালু হলে জেলা সদরসহ আরো কএলাকার সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে৷ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন উল্লাপাড়া রেলওয়ে ওভারপাসটি জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর একান্ত প্রচেষ্টায় হচ্ছে ৷ শুধু এটিই নয় তার প্রচেষ্টায় আরো কটি বড় ধরণের প্রকল্পের নির্মাণ কাজ করা হচ্ছে ৷ রেলওয়ে ওভারপাসটির নির্মাণ কাজ বাস্তবায়নের মাধ্যমে নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া রেল গেট ঘিরে যানজটের সমাধান হবে৷ একটি মেগা প্রকল্পে নান্দনিক রেলওয়ে ওভারপাসটির নির্মাণ কাজ চলছে৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments