শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeপ্রশাসনপুলিশকে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে: রংপুরের পুলিশ সুপার

পুলিশকে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে: রংপুরের পুলিশ সুপার

জয়নাল আবেদীন: রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন পুলিশকে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে । পুলিশের কাছে জনগণ নির্ভয়ে যেন আসতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে । রোববার দুপুরে রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মাসিক কল্যাণ সভায় এ আহ্বান জানান তিনি। তিনি বলেন দিনরাত পরিশ্রম করে জনগণের জানমালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদেরকে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনে দায়িত্বশীল হতে হবে সেটা সাধারণ মানুষকে উপলব্ধি করাতে হবে।তিনি আরও বলেন, ‘খুব বিপদে পড়ে মানুষ থানায় আসে। তাই থানায় সেবা নিতে আসলে, প্রত্যেক মানুষকে কোন রকম হয়রানি ছাড়াই সেবা দিতে হবে। থানায় জিডি করতে গেলে বা মামলা করতে গেলে কারো কাছ থেকে টাকা নেয়া যাবে না। ভালো আচার-ব্যবহার ও কাঙ্ক্ষিত সেবা প্রদানের মাধ্যমে প্রমাণ করতে হবে পুলিশ জনগণের বন্ধু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মারুক হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আরমান হোসেন ও জেলা বিশেষ শাখার ডিআইওয়ান একেএম শরিফুল আলম । সভায় রংপুর জেলার আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন পদবির কর্মকর্তা ও সদস্যরা বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যার সমাধান ও দাবি বাস্তবায়নে আশ্বাস দেন এসপি বিপ্লব কুমার সরকার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments