শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeপ্রশাসনমাদক, সন্ত্রাস, দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতে হবে: রংপুর রেঞ্জ ডিআইজি

মাদক, সন্ত্রাস, দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতে হবে: রংপুর রেঞ্জ ডিআইজি

জয়নাল আবেদীন: রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। আমাদের সোনার বাংলা বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধু তার কালজয়ী ভাষনে সর্বস্তরের মানুষের মুক্তির ডাক দিয়েছিলেন। গোটা দেশবাসী তাঁর কথায় ঝাঁপিয়ে পড়েছিলে মুক্তিযুদ্ধে। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধ করতে হবে না, কিন্তু তাদের মাদক, সন্ত্রাস, দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতে হবে। তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। সন্ধ্যায় নগরীর মাহিগঞ্জ রেঞ্জ রিজার্ভ ফোর্স পুলিশ লাইন মাঠে সপ্তাহব্যাপী ‘বঙ্গবন্ধু বই মেলা’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। পুলিশ লাইনের কমান্ড্যান্ট এসপি মেহেদুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি এটিএম মোজাহেদুল ইসলাম, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, এনামুল হক, পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে কমান্ড্যান্ট এসপি মেহেদুল করিমের আঁকা বঙ্গবন্ধুর একক চিত্রকর্ম প্রদর্শিত হয়। এ বইমেলায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা সাড়ে ৩ হাজার বইসহ দেশের খ্যাতনামা লেখকদের বই নিয়ে ১২টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলো শিশুবান্ধব করে তুলতে স্টলগুলোতে নতুনভাবে সাজানো হয়েছে। শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments