বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeপ্রশাসনকরোনায় আক্রান্ত সাড়ে ৪ শতাধিক পুলিশ, এপর্যন্ত ৪ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত সাড়ে ৪ শতাধিক পুলিশ, এপর্যন্ত ৪ জনের মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে আজ পুলিশের বিশেষ বাহিনীর সহকারী উপ-পরিদর্শক নাজির উদ্দিনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় চার পুলিশ সদস্য মারা গেলেন। পুলিশের গণমাধ্যম শাখার এআইজি মাসুদ রানা জানান, পুলিশ সদস্য ও তাদের পরিবারের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা ও নির্দেশনা দেয়া হয়েছে।

বৈশ্বিক মহামারি কোভিড নাইনটিনে এখন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রায় তিনশ সদস্য আক্রান্ত হয়েছেন। সারাদেশে এ সংখ্যা চারশ’র বেশি। সেই সারিতে যোগ হলেন আরেকজন। করোনায় আক্রান্ত হয়ে পুলিশের বিশেষ বাহিনীর উপ-পরিদর্শক নাজির উদ্দিন শুক্রবার মারা যান। গত ২৫ এপ্রিল তার করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এএসআই নাজিরের গ্রামের বাড়ি পাবনা জেলার কাজিটোলা গ্রামে।

নাজির উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়ে পুলিশের গণমাধ্যম শাখার এআইজি জানান, করোনা সংকটে কর্মরত পুলিশ সদস্যদের নিরাপত্তায় পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ সদস্যদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে কর্তব্য পালনের আহ্বান জানান তিনি।

পুলিশ সদর দফতর এআইজি মাসুদ রানা বলেন, লাইন্সে বা ব্যারাকে যেখানেই তারা কাজ করেন সামাকিজ দূরত্ব মেনে বিছানা দেয়া হয়েছে। যতটুক সম্ভব তাদের নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল আশেক মাহমুদ, এএসআই আবদুল খালেক ও কনস্টেবল জসিম উদ্দিনের মৃত্যু হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments