বাংলাদেশ প্রতিবেদক: অন্যান্য শ্রেণি-পেশার মানুষের মতো করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হচ্ছেন কারারক্ষীরাও। এখন পর্যন্ত সারা দেশে অন্তত ৫৪ কারারক্ষীসহ মোট ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কোয়ারেন্টিনে আছেন অন্তত ৪০০ জন।
আজ বুধবার কারা অধিদপ্তরের এআইজি মুহাম্মদ মঞ্জুর হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, ‘করোনার শুরু থেকে এখন পর্যন্ত কারাগার-সংশ্লিষ্ট ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫৪ জন কারারক্ষী, দুজন বন্দি, একজন চিকিৎসক এবং একজন দর্জি রয়েছেন। তবে তাঁরা এখন পর্যন্ত সুস্থ আছেন।’
মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, ‘আক্রান্তদের মধ্যে মোট ১৪ জন সুস্থ হয়েছেন। কেউ আইসোলেশনে আছেন। কেউ কেউ আবার কাজে যোগদান করেছেন। এখন পর্যন্ত কারারক্ষীসহ বিভিন্ন বিভাগের অন্তত ৪০০ জন কোয়ারেন্টিনে আছেন। আক্রান্ত কারারক্ষীসহ সবার জন্য উন্নত চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে।’