বাংলাদেশ প্রতিবেদক: পুলিশ সাব ইন্সপেক্টর (এসআই) মো. রাসেল বিশ্বাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকা ইমপালস হালপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ঢাকা ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল বিশ্বাস মৃত্যুবরণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষা জীবনে এই পুলিশ সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেছিলেন। তার জন্মস্থান বাগেরহাট জেলায়। তিনি ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
মৃত্যুর আগ পর্যন্ত মো. রাসেল বিশ্বাস বিশেষ পুলিশ শাখা (এসবি) ঢাকায় কর্মরত ছিলেন। মৃত্যুকালে বাবা, মা, ভাই, বোনসহ স্ত্রী এবং একমাত্র শিশু ছেলে রেখে গেছেন।