সোমবার, মে ৬, ২০২৪
Homeপ্রশাসনতাহিরপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণ করেন ড. বেনজীর আহমেদ

তাহিরপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণ করেন ড. বেনজীর আহমেদ

আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজির আহমেদ

আজ (২৩জুন)বৃহস্পতিবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)৫৩ সি,আর,এম একটি হেলিকপ্টার যোগে সকাল সাড়ে ১১টার সময় উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে অবতরণ করে।

এ সময় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে উপস্থিত বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রিত বানভাসি অসহায় মানুষের সাথে কথা বলে তাদের খোঁজখবর শেষে শতাধিক বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী ও রান্নাকরা খাবার বিতরণ করেন তিনি।বিতরণ শেষে স্পীড বোট যোগে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন করে বানভাসি অসহায় মানুষের সাথে কথা বলে ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল, চিড়া, চিনি, গুড়, বিস্কুট, গুড়ো দুধ, লবণ, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধ করন টেবলেট, ঔষধ, মোমবাতি, দিয়াশলাই, খাবার প্লেট ও গ্লাস।

এসময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের পক্ষ হতে বন্যা কবলিত দুর্গম এলাকা গুলোতে এরকম সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।এসময় তিনি বলেন জনগণ, রাজনীতিবিদ ও প্রশাসন সকলের সমন্বয়েই হাওরবাসীর এই সমস্যার মোকাবেলা করতে হবে।হাওরাঞ্চলে অনেক যায়গায় যোগাযোগ অবস্থা ভাল নয়,আমি অনুরোধ করবো সেই সমস্ত এলাকায় দুর্গম এলাকায় সরকারি, বেসরকারি, ও ব্যক্তি উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করতে।

এ সময় উপস্তিতি ছিলেন, বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের (ডিআইজি) মফিজ উদ্দিন আহমদ (পিপিএম), অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় সরকার,সুনামগঞ্জ পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ) মিজানুর রহমান বিপিএম), সুনামগঞ্জ পুলিশ লাইনের স্তবক ইনচার্বিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার নিকুলিন চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন,সিলেট অঞ্চলের পুলিশ সুপার সম্পা ইসলাম,তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার, বিশ্বম্ভরপুর থানার ওসি ইকবাল হোসেন,বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন,উত্তর বড়দল ইউনিয়ন চেয়ারম্যান মাসুক মিয়া, বালিজুরী ইউনিয়ন চেয়ারম্যান আজাদ হোসাইন প্রমুখ।

এরপর তিনি স্পিড বোট যোগে বিশ্বম্ভরপুর উপজেলার হাওর পাড়ের বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন শেষে বিশ্বম্ভরপুর থানা কমপ্লেক্সএ আশ্রয় নেয়া বন্যাদুর্গত মানুষের খোঁজ খবর নেয়া শেষে তাদের মধ্যে রান্নাকরা খাবার বিতরণ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments