শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeপ্রশাসনসড়কে শৃঙ্খলা ফেরানোসহ স্মার্ট পুলিশিং কার্যক্রম শিগগির চালু করা হবে: অতিরিক্ত আইজি...

সড়কে শৃঙ্খলা ফেরানোসহ স্মার্ট পুলিশিং কার্যক্রম শিগগির চালু করা হবে: অতিরিক্ত আইজি মল্লিক

জয়নাল আবেদীন: হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলাম বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরানোসহ স্মার্ট পুলিশিং কার্যক্রম শিগগির চালু করা হবে।

প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সড়ক দূর্ঘটনা প্রতিরোধে ঢাকা-চট্টাগ্রাম মহাসড়কে দুই হাজার ৫০ কিলোমিটার এলাকাকে অত্যাধুনিক সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে। পর্যায়ক্রমে এই কর্মসুচির আওতায় নেয়া হবে উত্তর ও পশ্চিমাঞ্চলেও।

বৃহস্পতিবার রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ২২ তম নারী টিআরসি ব্যাচের প্রশিক্ষন, সমাপনি ও পদক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।অনুষ্ঠানে রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলীম মাহামুদ, হাইওয়ে পুলিশের পশ্চিম বিভাগের ডিআইজি মোঃ মোজাম্মেল হক, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ নুরে আলম মিনা, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট ডিআইজি বাসুদেব বনিকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। দেশের একমাত্র এই নারী কনস্টেবল প্রশিক্ষন কেন্দ্রে চলতি বছর ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষনে ৪শ’ ৮৩ জন নারী কনস্টেবল প্রশিক্ষন সম্পন্ন করেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments