মাসুদ রানা রাব্বানী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে অনুষ্ঠিত ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেছেন।

রবিবার (২৯ জানুয়ারী) সকাল ১০টায় এই কুচকাওয়াজে ইয়াকুব হোসেন, সহকারী পুলিশ সুপার, প্যারেড এ্যাডজুটেন্ট এবং জনাব শুভ্র দেব, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। কুচকাওয়াজে ১২ জন মহিলা অফিসারসহ ৯৭ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এক বছর মেয়াদী এই প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারীগণ- বেষ্ট একাডেমিক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর কবির, অশ্বারোহণে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, বেষ্ট ইন ফিল্ড শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শুভ্র দেব, বেষ্ট স্যুটার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল রানা এবং বেষ্ট প্রবেশনার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ সাকিবুল আলম ভুইয়াকে ট্রফি প্রদান করেন। এ সময় তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রণালয়; প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডেপুটি স্পীকার, জাতীয় সংসদ; জাতীয় সংসদের সংসদ সদস্যবৃন্দ, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার) পিপিএম; প্রিন্সিপ্যাল, বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, বাংলাদেশ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, নবীন অফিসারগণের অভিভাবকবৃন্দসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

Previous articleপাঁচবিবিতে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু
Next articleচক্রান্তমূলক মামলা থেকে বাঁচতে চায় রাজিব
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।