রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
Homeপ্রশাসনসারা দেশে র‌্যাবের ৪১৮ টহল দল মোতায়েন

সারা দেশে র‌্যাবের ৪১৮ টহল দল মোতায়েন

বাংলাদেশ প্রতিবেদক: বিএনপি ও এর সমমনা দলগুলোর ১০ম দফায় ডাকা সর্বাত্মক অবরোধসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের যানমালের নিরাপত্তায় সারা দেশে ৪১৮টি টহল দল মোতায়েন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে ৪১৮টি টহল দল মোতায়েন রয়েছে। এদের মধ্যে শুধুমাত্র রাজধানীতেই র‌্যাবের ১২৬টি টহল দল মোতায়েন করা হয়েছে।

এছাড়া যাত্রী ও পণ্য পরিবহনে বিভিন্ন স্থানে দূরপাল্লার যানবাহনকে র‌্যাব টহলের মাধ্যমে এস্কর্ট দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে র‌্যাব। যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‌্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments