বাংলাদেশ প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পুলিশের ওয়েবসাইটে ঢোকতে চাইলে ‘This page isn’t working’ লেখা দেখায়।
এ বিষয়ে পুলিশ সদরদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা সমকালকে বলেন, ‘আমাদের ওয়েবসাইট হ্যাক হয়নি। নেট দূর্বল থাকায় ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না।’
পরে পুলিশ সদরদপ্তর এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকড হওয়া সংক্রান্ত গুজব ছড়ানো হচ্ছে। এ গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হলো।
এদিকে ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। আজ সন্ধ্যা সোয়া ৬টার দিক থেকে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না।
ওয়েবসাইটে ঢুকলে দেখা যায়, দ্য রেসিসটেন্স৩ নামের একটি গ্রুপ এটি হ্যাক করে। সেখানে বেশ কয়েকজনের ছবি দেখা যায়। এর মধ্যে বেরোবির শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করা পুলিশ সদস্য রয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা রয়েছেন।