বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
Homeপ্রশাসনরাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে: র‌্যাব

রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে: র‌্যাব

বাংলাদেশ প্রতিবেদক: পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বলছে, সম্প্রতি রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে এই অপশক্তি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে।

বুধবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। দেশে এ পর্যন্ত বিভিন্ন জঙ্গি সংগঠনের তিন হাজার ১৪ জন সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে র‌্যাব। বিভিন্ন সময়ে গ্রেপ্তার জঙ্গিরা জামিনে মুক্তি পেয়ে পুনরায় যেন জঙ্গিবাদে জড়িয়ে না যায়, সেজন্য জামিনে মুক্তিপ্রাপ্তদের ওপর কঠোর নজরদারি করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে। উগ্রবাদে জড়িত দুষ্কৃতকারী চক্রগুলো চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে র‌্যাব অঙ্গীকারবদ্ধ।

এতে বলা হয়, বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। জাতি-ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে দেশের সব মানুষ শান্তিপূর্ণভাবে সবার উৎসব, অনুষ্ঠান পালন করে থাকে। জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তিগুলোকে বিন্দুমাত্র ছাড় না দিয়ে র‍্যাবের সব ব্যাটালিয়নকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সংস্থার মহাপরিচালক।

স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টাকারী অপশক্তি বা গোষ্ঠীগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাবের প্রতিটি সদস্য বদ্ধপরিকর বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments