সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeপ্রশাসনবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আরও ৫৮ এসআইকে অব্যাহতি

বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আরও ৫৮ এসআইকে অব্যাহতি

বাংলাদেশ প্রতিবেদক: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ নিয়ে ৪০তম এসআই ব্যাচের মোট ৩১০ জনকে অব্যাহতি দেওয়া হলো। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ হেড কোয়াটারের মিডিয়া ইউনিটের এআইজি ইনামুল হক সাগর।

এর আগে অক্টোবর মাসে একই ব্যাচের ২৫২ জন এসআইকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়। ৪০তম এসআই ব্যাচে মোট ৮০৪ জন প্রশিক্ষণরত ছিলেন। আজ সোমবার তাদের সমাপনী কুচকাওয়াজ শেষ হওয়ার কথা ছিল।

২৫২ জন এসআইকে অব্যাহতি দেওয়ার পর ২৪ অক্টোবর ৫৯ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। প্রশিক্ষণ ক্লাসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের নোটিশ দেওয়া হয়।

পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত পৃথক চিঠিতে ৫৯ জনকে নোটিশ দেওয়া হয়। সে সময় বিষয়টি নিশ্চিত করে পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মাসুদুর রহমান ভুঞা জানান, এটা একটা রুটিন ওয়ার্ক। শৃঙ্খলাভঙ্গ করলে এ ধরনের নোটিশ দেওয়া হয়ে থাকে। এটা একাডেমির একদম শুরু থেকে হয়ে আসছে। এর মধ্যে কোনো রাজনীতি নাই।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালে এসআই পদে নিয়োগের জন্য ৮০৪ জনকে চূড়ান্ত করে প্রশিক্ষণের জন্য গত বছরের ৫ নভেম্বর তাদের সারদায় পুলিশ একাডেমিতে পাঠানো হয়। ৪০তম ব্যাচের ক্যাডেট হিসেবে ৪ নভেম্বর প্রশিক্ষণ শেষ হলে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের কথা ছিল।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসআই পদে নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে বিএনপি। দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে অভিযোগ তুলে পুলিশের নিয়োগ বাতিলের দাবি করে দলটি। এরপরই ২০ অক্টোবর সারদায় এএসপিতে কুচকাওয়াজ স্থগিত করা হয়। পরে ২১ অক্টোবর ২৫২ জন এসআইকে অব্যাহতি দেওয়ার খবর পাওয়া যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments