বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeপ্রশাসনপাইকারিভাবে কাউকে গ্রেপ্তার করা হবে না: আইজিপি

পাইকারিভাবে কাউকে গ্রেপ্তার করা হবে না: আইজিপি

বাংলাদেশ প্রতিবেদক: অপরাধের সঙ্গে জড়িত না থাকলে পাইকারিভাবে কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নবনিযুক্ত আইজিপি।

বাহারুল আলম বলেন, নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে, ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারিভাবে গ্রেপ্তার করা যাবে না।

তিনি বলেন, সমাজে অনেক প্রভাবশালী ব্যক্তি মামলা বাণিজ্য করছে। কেউ ইচ্ছা করে মিথ্যা মামলা দায়ের করলে তাকে বিচারের মুখোমুখি করা হবে।

আইজিপি বলেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ডে যেসব পুশিশ কর্মকর্তা জড়িত ছিল তারা কেউ দায় এড়াতে পারবে না, আইনগতভাবেই তাদের বিচারের মুখোমুখি করা হবে।

পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার হতে দেওয়া হবে না বলেও জানান আইজিপি বাহারুল আলম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments