বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাবিএনপি নেতা দুলুর বাড়িতে সন্ত্রাসীদের আগুন

বিএনপি নেতা দুলুর বাড়িতে সন্ত্রাসীদের আগুন

নাটোর প্রতিনিধি: নাটোরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় এবং বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাসায় হামলা করেছে দুর্বৃত্তরা। হামলার সময় কার্যালয়ের সামনে রাখা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও কার্যালয় ভবনে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। শনিবার সন্ধ্যা ৬টার কিছু পর শহরের আলাইপুরের দলটির কার্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। নাটোর জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানরত নেতা-কর্মীরা জানান, শনিবার সন্ধ্যায় একাদশ সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নাটোর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা চলছিল কার্যালয়টির ভিতরে। এ সময় হঠাৎ বাইরে থেকে জয় বাংলা স্লোগান দেওয়া শুরু হয়। স্লোগান শুনে বাইরে বেরিয়ে এলে দেখা যায় হেলমেট পরিহিত ১৫/২০ জন দুর্বৃৃত্তের কয়েকজন কার্যালয়ের সামনে রাখা মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বাকিরা কার্যালয় ভবনে ইটপাটকেল নিক্ষেপ করছে। এ সময় দুর্বৃত্তরা আরও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে ভিতরে থাকা দলীয় কর্মীরা সবাই বেরিয়ে এলে দুর্বৃত্তরা পিছু হটে। এ সময় সিংড়া ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আহত হয়।

হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, সদর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দীন আহমেদসহ পুলিশের কর্মকর্তারা।

এদিকে হামলার পর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজকে মৌখিকভাবে জানানো হয়েছে।
জেলা বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম বাচ্চু জানান, নিঃসন্দেহে নির্বাচনের আগে এ ধরনের হামলা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করল। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই। রবিবার নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হবে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments