সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র্যাব-১২ এর মাদক বিরোধী অভিযানে আটক চৌদ্দজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দু’মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এ আদালত পরিচালনা করেন বলে জানা যায়। স্থানীয় গনমাধ্যম কর্মীদের কাছে র্যাব-১২
থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এর বিস্তারিত জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তি ও ইউএনও অফিস সুত্রে
গতকাল দুই ডিসেম্বর বিকেলে র্যাব-১২ এর মেজর আসিফ মাহমুদ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাকিবুল
ইসলাম খান,সহকারী পুলিশ সুপার মোঃ আউয়াল হোসেন খান ও ইউএনও মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে
মাদকবিরোধী এ অভিযান চালানো হয়।এঅভিযানে আটক চৌদ্দজন হলো- উল্লাপাড়া উপজেলার মোঃ রাসেল
(২৯) পিতা- আজল ব্যাপারী, গ্রাম- চাদপুর, মোঃ মাহমুদুল পিতা- মমিনুল গ্রাম-ভদ্রকোল, মোঃ চয়ন পিতা-
আজিদ গ্রাম-মোহনপুর, মোঃ বাবু পিতা- আলহাজ প্রামানিক গ্রাম- এলংজানী, মোঃ মমিন পিতা- মাজা
প্রামানিক গ্রাম- ভট্ট কাওয়াক, মোঃ এবাদ আলী পিতা- আব্দুর রহিম, ভট্ট কাওয়াক, মোঃ মনিরুল পিতা- ফজা
প্রামানিক গ্রাম- সিংহগাতী, মোঃ সাইদুল ইসলাম পিতা- আলী আহমাদ গ্রাম- সিংহগাতী, মোঃ নুর আলম পিতা-
হাসেম আলী গ্রাম- ইসলামপুর, মোঃ শান্ত মিয়া পিতা- আব্দুর রাজ্জাক গ্রাম- নতুন দাদপুর, মোঃ জসিম
উদ্দিন পিতা- মোঃ সালাম, গ্রাম- গুচ্ছ গ্রাম, মোঃ আব্দুল মালেক পিতা- মোঃ ওমর মোল্লা গ্রাম-
শ্যামলীপাড়া, মোঃ রবি পিতা- মাজাহারুল ইসলাম গ্রাম-নাগরৌহা ও শাহাজাদপুর থানার নগর দোলা গ্রামের মোঃ
শাজাহান আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম। এদেরকে আট’শ গ্রাম গাজা তেরটি মোবাইল সেট সতেরোটি সিম
কার্ড ও নগদ আঠারো হাজার সাত’শ চল্লিশ টাকাসহ আটক করা হয়।