বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় সাড়ে ৪১ কোটি টাকা ব্যায়ে নির্মান হচ্ছে একটি ব্রীজ

উল্লাপাড়ায় সাড়ে ৪১ কোটি টাকা ব্যায়ে নির্মান হচ্ছে একটি ব্রীজ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় সাড়ে ৪১ কোটি টাকা ব্যায়ে বিশাল একটি ব্রীজ নির্মান করা হচ্ছে। এ ব্রীজটি নির্মানে অভ্যন্তরিন ও আন্তঃ উপজেলা সহজ আর সরাসরি দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের বড়হর বাজার এলাকায় ফুলঝোড় নদীর উপর ব্রীজটির নির্মান কাজ চলছে। স্থানীয় এলজিইডি সুত্রে, পল্লী সড়কে গুরত্বপূর্ণ সেতু নির্মান প্রকল্পে পিএসসি গার্ডার ব্রীজটির দৈর্ঘ্য ২’শ ৯৪ মিটার ও ৯ দশমিক ৮ মিটার প্রস্থ হবে বলে জানা যায়। চলতি সালের ২১ আগষ্ট ব্রীজটির নির্মান কাজ শুরু করা হয়েছে। জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উল্লাপাড়া স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স এন্ড কনষ্ট্রাকশনের মাধ্যমে এর নির্মান কাজ বাস্তবায়ন করছে। এর নির্মান ব্যয় ধার হয়েছে ৪০ কোটি ৪১ লাখ ৬৮ হাজার টাকা এবং আগামী ২০২০ সালে আগষ্টের মধ্যে নির্মান কাজ শেষ করা হবে। সরেজমিনে দেখা গেছে ব্রীজটি নির্মানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ব্রীজের পাইলের কাজ চলছে। এ ব্রীজে মোট ৮৪ টি পাইল বসানো হবে। মোট পিলার থাকবে ৪০ টি বলে জানা যায়। ব্রীজটির উভয় পাশে সংযোগ সড়ক নির্মান করা হবে। এ ব্রীজটি নির্মান শেষ হলে উল্লাপাড়া, কামারখন্দ ও সিরাজগঞ্জ জেলা সদরের মধ্যে সরাসরি সহজ ও কম সময়ে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এছাড়া উল্লাপাড়া উপজেলা সদর থেকে জেলা সদর ও ঢাকাসহ অন্যান্য গস্তব্যে যেতে বিকল্প পথ হিসেবে ব্যবহার করা যাবে। বড়হরের ফুলজোর নদীর পূর্ব পাড়ে উল্লাপাড়া উপজেলা ৬ টি গ্রাম রয়েছে। গ্রাম গুলো হলো- তেতুলিয়া, ধুনঞ্চি, চরতেতুলিয়া, পেচরপাড়া, দুর্গাপুর, ডেফলবাড়ী। এর পাশাপাশি কামারখন্দ উপজেলার বেশকটি গ্রাম রয়েছে। এপার ওপারে নৌকা হয়ে পারাপার এলাকাবাসীদের একমাত্র ভরসা। বিভিন্ন পন্য বাহনের দুর্ভোগ ও সহজ যোগাযোগ ছিল না। এ সব চিন্তা থেকেই জনগনের কাংখিত ব্রীজটি নির্মান হচ্ছে। এলাকার বেশ কজন জানান, ব্রীজটি নির্মানর কাজ বাস্তবায়নের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে তাদের যাবতীয় দুর্ভোগের অবসান হবে। আন্তঃ উপজেলা ও জেলা সদরের মাঝে বিকল্প পথে সহজ যোগাযোগ ব্যবস্থা হবে। উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম বলেন ব্রীজটি নির্মানে সিডউল মোতাবেক মালামাল ব্যবহার নিশ্চিতে তার বিভাগ থেকে সার্বক্ষনিক দু’জন সেকশন অফিসার দায়িত্বে আছেন। এর পাশাপাশি তিনি নিজেও প্রায় দিনই উপস্থিত থাকেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments