মারুফা মির্জা: সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী মেধাবী বিদ্যাপিঠ এনায়েতপুর থানার বেতিল উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সম্মাননা দেয়া হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয়ের ওমর ফারুক মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানে বিকেএমইএর সাবেক পরিচালক, টেক্সজেন গ্রুপের এমডি স্কুলের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস ছালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফী উল্লাহ। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতি বেলকুচির ডিজিএম আব্দুল বারী, এনায়েতপুর থানার ওসি মাহবুবুল আলম, বিদ্যালয়ের অধ্যক্ষ আখতারুজ্জামান বাবু, সহকারী অধ্যক্ষ হাফিজুর রহমান, একুশেটিভির সংবাদ পাঠক মোঃ ওহিদুজ্জামান, সমাজ-সেবক নুর ইসলাম মোল্লা, আবু তারা, প্রমুখ। পরে বিদ্যালয়ের মেধাবী ২৭ জন ছাত্র-ছাত্রীর হাতে সম্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেয়া হয়।