শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাশাহজাদপুরে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করলেন নতুন এমপি

শাহজাদপুরে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করলেন নতুন এমপি

হাসানুজ্জামান তুহিন: ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ’ ‘শেখ হাসিনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বই বিতরণ উৎসব’ চলছে সারাদেশে প্রথম শ্রেনী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে। আজ মঙ্গলবার শাহজাদপুর উপজেলা ব্যাপি বিভিন্ন উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডার গার্টেন, আনন্দ স্কুল ও ব্রাক সেন্টারের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ইব্রাহিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে পৃথক ভাবে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়। সকাল ১০ টায় ইব্রাহিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ উদ্বোধন ঘোষণা করেন, নব- নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। ্ধসঢ়;আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক। অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ এ, এম আব্দুল আজীজ, পৌরসভার মেয়র (দায়িত্ব প্রাপ্ত) নাসির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস, আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম শাহু প্রমুখ। পরে বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে সকল বিষয়ের নতুন বই বিতরণ করা হয়। পাশাপাশি শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উল্লেখিত অতিথিবৃন্দের উপস্থিতিতে বই বিতরণ উৎসবের মধ্যে দিয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক জানান, উপজেলার ২শ’ ২৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১শ’ ২১ টি কিন্ডার গার্টেন এবং আনন্দ স্কুল ও ব্রাক স্কুল সহ মোট ৪শ’ ৪৪টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে মোট ৩ লাখ ৩৫ হাজার ৯শ’ ৭৩ টি নতুন বই বিতরণ করা হয়েছে। অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস জানান, উপজেলার ৭০টি হাই স্কুল ও মাদ্রাসার ষষ্ঠ থেকে নবম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে সকল বিষয়ে নতুন বই বিতরণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments