সোমবার, মে ৬, ২০২৪
Homeসারাবাংলাসুনামগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে একজনে মৃত্যু, এলাকায় আতংক

সুনামগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে একজনে মৃত্যু, এলাকায় আতংক

ওয়াহিদুর রহমান: সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় হাওরে বোরো ধান কাটতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে আজাদ মিয়া নামক এক কৃষকের মৃত্যর ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

ঘটনাটি ঘটেছে,২৪(এপ্রিল)বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাসুদেবচরণ(বাউধরন)গ্রাম এলাকার নিকটবর্তী হাওরে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাসুদেবচরণ (বাউধরন) ওয়াহিদ নগর গ্রামের মৃতঃতৈয়াহিদ উল্লাহর পু্ত্র আজাদ মিয়া(৫৯) ঘটনার দিন বিকেলে বৃহত্তর নলুয়ার হাওরে বাসুদেবচরণ গ্রামের পার্শ্ববর্তী এলাকায় ফসলি বোরো জমির পাকা ধান কাটতে যান।

এসময় জমির পাকা ধানের ভেতর লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ আজাদ মিয়াকে ছোবল দিলে ঘটনাস্থলই জ্ঞান হারিয়ে পেলেন।

আশ-পাশের লোকজনের সহযোগিতায় আহত আজাদেকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

সাপের ছোবলে মৃতঃ ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপালে প্রেরণ করা হয়েছে বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টোর সাইফুদ্দিন ভুইয়া।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments