মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাচোখের আলো নিভে গেছে, জীবনের আলোও কি নিভে যাবে আরাফাতের!

চোখের আলো নিভে গেছে, জীবনের আলোও কি নিভে যাবে আরাফাতের!

তাবারক হোসেন আজাদ: মোঃ আরাফাত (সাড়ে তিন বছর)। জন্মের তিন মাসের মধ্যেই বাম চোখের টিউমারের কারণে হারিয়ে ফেলেছে দু’চোখের আলো। ধীরে ধীরে এর আকার বড় হতে থাকে। এখন সেই টিউমারটি ক্যান্সারে পরিণত হয়েছে। এ কারণে সে আর ডান চোখেও দেখতে পাচ্ছে না। এখন দু’চোখই দেখছে না সে। ছেলের এই করুণ অবস্থাতেও চিকিৎসা চালাতে পারছে না তার পরিবার। আরাফাত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের নির্মান শ্রমিক সবুজ মিয়ার ছেলে। ছেলের চিকিৎসার খরচ চালাতে গিয়ে বাকি আছে শুধু তিনি ভিটে-মাটি বিক্রি করা। এখন তার পক্ষে আর ছেলের চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা বলেছেন, তার চোখের টিউমারটি ক্যান্সারে পরিণত হয়েছে। ঘুমাতে গেলে সেই টিউমার থেকে এখন রক্তও পড়ছে। আরাফাত বর্তমানে মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আশীষের অধীনে ভর্তি রয়েছে সে। চিকিৎসকের পরামর্শে তাকে কেমো থেরাপি দেয়া হচ্ছে। প্রতিটি কেমো থেরাপি দিতে প্রায় ৩০ হাজার টাকা খরচ হচ্ছে। তবে কতটি থেরাপি দিতে হবে তা নিশ্চিতভাবে বলতে পারেননি আরাফাতের বাবা। সোমবার সাংবাদিকদের সবুজ মিয়া জানান, আরাফাতের চোখের অসুখ ভেবে ঢাকায় শেরে বাংলা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও কুমিল্লার দুটি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়। অপারেশনও করা হয়েছে। কিন্তু কোনো উন্নতি হয়নি। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার চোখে ক্যান্সার সনাক্ত করেছেন চিকিৎসকরা। তিনি আরও জানান, এখন আরাফাতকে নিয়ে তিনি মহাখালী ক্যান্সার হাসপাতালে আছেন। সেখানে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আশীষের চিকিৎসাধীন আছে আরাফাত। চিকিৎসকের পরামর্শে তাকে কেমো থেরাপি দেওয়া হচ্ছে। প্রতিটি কেমো থেরাপি দিতে প্রায় ৩০ হাজার টাকা খরচ হচ্ছে। তবে কতটি থেরাপি দিতে হবে তা নিশ্চিতভাবে বলতে পারেননি তিনি। অর্থের অভাবে তার চিকিৎসা অব্যাহত রাখা নিয়ে সবুজ দিশেহারা হয়ে পড়েছেন। ছেলেকে বাঁচাতে তিনি সরকার, সমাজের ধনী ও বিত্তবানসহ সকল স্তরের মানুষের আর্থিক সহায়তা চেয়েছেন। রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান কামাল বলেন, আরাফাতের চিকিৎসার খরচ চালাতে গিয়ে সবুজ মিয়া প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। সুচিকিৎসা পেলে নিষ্পাপ  শিশুটি সুস্থ জীবন ফিরে পাবে। আরাফাতের বিষয়ে জানতে যোগাযোগ করতে পারেন তার বাবা সবুজ মিয়ার ০১৮৭০৩৩০৩৪৩ সঙ্গে। বিকাশ-০১৮৩৯৮২৯৭৭৩।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments