শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাএনায়েতপুরের গোপিনাথপুরে ৪ দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

এনায়েতপুরের গোপিনাথপুরে ৪ দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

মারুফা মির্জা: ধর্মীয় বিদ্ধেষ হীন শান্তিময় বিশ্ব কামনা করে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপিনাথপুরে সোমবার ভোর থেকে ৪ দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সামাজিক উদ্যোগে পুর্ণ চন্দ্র ঘোষের বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানে টাঙ্গালের নাগরপুর থানার বাতরা রাধা গোবিন্দ্র সম্প্রদায়, সিরাজঞ্জের আধিরাম ঠাকুর সম্প্রদায়, উল্লাপাড়ার নলসন্ধ্যা গ্রামের গুরুর আর্শিবাদ সম্প্রদায়, বেলকুচির বানিয়াগাঁতীর অদ্বৈত সম্প্রদায়, কামারখন্দের গুরুদাস সম্প্রদায়, এনায়েতপুরের মাধবপুরের শ্রী কৃষ্ণ রাখাল সম্প্রদায়, গোপিনাথপুরের শ্যাম সুন্দর সম্প্রদায় নাম কিত্তন পরিবেশন করছেন। এছাড়া সিরাজগঞ্জের হরিনাবাগবাটির শচিন্দ্রনাথ গোস্বামী, বগুড়ার চৈতালী রায় এবং যশোরের শ্রী চৈতন্য দাস উত্তম লীলা কিত্তন পরিবেশন করবেন বলে অনুষ্ঠানের আয়োজক সিদ্দিস্বর হালদার, প্রদীপ চন্দ্র হালদার, চিত্র হালদার, শম্ভু ভট্টাচার্য, উজ্জল হালদার, জানিয়েছে। সব মানুষের ভাতৃত্বের বন্ধন সুদৃহ করে সকলের শান্তি কামনার এ অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে তারা জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments