বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় কবরস্থানের জায়গা দাবি করে মুক্তিযোদ্ধা সন্তানের বসতবাড়ি ভাংচুর

উল্লাপাড়ায় কবরস্থানের জায়গা দাবি করে মুক্তিযোদ্ধা সন্তানের বসতবাড়ি ভাংচুর

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মধুপুর গ্রামে একজন মুক্তিযোদ্ধা সন্তানের বসতবাড়ি হামলা চালিয়ে একাধিক ঘর-দরজা গুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া বসত ভিটা দখলে বাঁশের বেড়া দিয়ে ঘেরা হয়েছে। বসতি পরিবার এখন বালসাবাড়িতে ভাইদের আশ্রয়ে রয়েছে বলে জানানো হয়। কবরস্থানের জায়গা দাবি করে এলাকার ২০ থেকে ২৫ জনের একটি দল দু’দিনে এ ঘটনা ঘটিয়েছে। সরেজমিনে আজ বুধবার দুপুরে গিয়ে জানা যায়, দূর্গানগর ইউনিয়নের মধুপুর গ্রামে মুক্তিযোদ্ধা মরহুম দেলোয়ার হোসেনের কেনা ৪১ শতক ভিটা বাড়িতে তার সন্তান রুবেল সরকার এখন বসবাস করে আসছেন। মুক্তিযোদ্ধার আরেক সন্তান রাসেল সরকার জানান, এ জায়গা নিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা রয়েছে। যার শুনানী আগামী ৪ এপ্রিল ধার্য্য আছে । তিনি আরো জানান, গত শনিবার প্রথম এলাকার আব্দুল হাকিম, মজিবর রহমান, আফছার আলী, আসান ও আজাদের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল এ জায়গা কবরস্থানের দাবি করে বাড়ি ঘরে হামলা চালিয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এ নিয়ে ২০ জানুয়ারি বিজ্ঞ আদালতে ৫ জন কে বিবাদী করে একটি মামলা দায়ের করা হয়। এ বসত ভিটের এক অংশের বসতি মোঃ শান্তা বাদি হয়ে এ মামলাটি করেন। এ হামলার ঘটনা নিয়ে ২০ জানুয়ারি রাতে স্থানীয় একটি প্রতিষ্ঠানে সাত গ্রামের প্রধানবর্গদের নিয়ে একটি বৈঠক হয় বলে জানানো হয়। এরপর গত মঙ্গলবার ২২ জানুয়ারি একই ব্যক্তিদের নেতৃত্বে বসতবাড়িতে হামলা চালিয়ে চারটি বসতি ঘর ভাংচুর করা হয়েছে। এসব ঘরের টিন সহ অন্যান্য সামগ্রী পাশের একটি ডোবায় ফেলে দেয়া হয়েছে। এছাড়া ভিটেয় মাটি কেটে সমান এবং তিন পাশে বাঁশের বেড়া দিয়ে ঘেরা হয়েছে। এছাড়া পাশের কবরস্থানে মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসনের কবরে নামফলকটিও ভেঙ্গে ফেলা হয়েছে বলে জানানো হয়। উল্লাপাড়া থানা পুলিশ আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায়। এ ঘটনার পর থেকেই হামলাকারীরা তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments