শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাকানে এয়ারফোন: ট্রেনে কাটা পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

কানে এয়ারফোন: ট্রেনে কাটা পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

কাগজ প্রতিবেদক: গাজীপুরে টেনে কাটা পড়ে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুর রেল জংশনের দক্ষিণে পূর্ব চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সফিউল্লাহ (২২) গাজীপুরের কালিগঞ্জ উপজেলার পোটান এলাকার মাওলানা আব্দুস সামাদের ছেলে।
জয়দেবপুর রেল জংশনের বড় মাস্টার মো. শাহজাহান জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস সকাল ৮টা ২৮মিনিটে জয়দেবপুর স্টেশন ত্যাগ করে।
কয়েকশ গজ দক্ষিণে পূর্ব চান্দনা নামক স্থানে যাওয়ার পর ওই ট্রেনে কাটা পড়ে সফিউল্লাহ নামে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
তিনি রাজধানী ঢাকার মিরপুর এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
পরিবারের বরাত দিয়ে শাহজাহান আরও জানান, নিহত সফিউল্লাহ পড়ালেখার পাশাপাশি গার্মেন্টস ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। শনিবার সকালে তিনি ঢাকায় যাওয়ার জন্য রেল লাইন দিয়ে হেটে স্টেশনে আসছিলেন।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাস্পের ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, আজ সকালে ওই ব্যবসায়ী ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে মোবাইল ফোনসেটের এয়ার ফোনের ক্যাবল কানে লাগিয়ে স্টেশনের পাশের রেললাইনের ওপর হাটাহাটি করছিল। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতগতির একতা একপ্রেস ট্রেনটির নীচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা গেলে তার স্বজনরা গিয়ে মৃতদেহ সনাক্ত করে। পরে মৃতদেহটি দাফনের জন্যে নিয়ে যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments