বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতা জিলানীকে হয়রাণী

রায়পুরে মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতা জিলানীকে হয়রাণী

তাবারক হোসেন আজাদ: রায়পুরে মিথ্যা মামলা দিয়ে সাবেক মেয়র ও বিএনপি নেতা এবিএম জিলানীকে হয়রাণীর অভিযোগ উঠেছে । জমি সংক্রান্ত মামলায় মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চেয়েছেন। এ ঘটনায় বিচারের দাবীতে চরপাতা গ্রামের মামলাবাজ মাওলানা রুহুল আমিনের (৭৫) বিরুদ্ধে ফুসে উঠছে গ্রামবাসী। গত বছরের ১৬ ডিসেম্বর মাওলানা রুহুল আমিন বাদী হয়ে সাবেক পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, তার ছেলে মেহেদী হাসান জিওন, ছোট ভাই প্রবাস ফেরত মোক্তার হোসেন জগলু, চরপাতা ইউপি সদস্য মোঃ হারুনুর রশিদ, গ্রামবাসী আব্দুল মজিদ, রেহানা আক্তার ও খাদিজা বেগমকে আসামী করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়ানী মামলা করেন। এ মামলা ছাড়াও রুহুল আমিন মেয়রের বিরুদ্ধে তিনটিসহ পরিবার ও গ্রামবাসীর বিরুদ্ধে ১১টি মামলা করে হয়রাণী করছেন বলে গ্রামবাসী অভিযোগ করেন। মেয়র এবিএম জিলানী জানান, কথিত মাওলানা রুহুল আমিন আমার পাশের গ্রামবাসী। তার বিরুদ্ধে তার প্রতিষ্ঠিত এতিমখানার অনিয়ম, দূর্নীতি ও গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করার একাধিক অভিযোগ রয়েছে। এগুলোর বিচার করতে গিয়ে তিনটি মামলা দিয়ে হয়রাণী করছে। আদালতের প্রতি সম্মান দেখিয়ে বিচারকের কাছে জামিনের জন্য হাজির হয়েছি। এ মামলাসহ গত বছরের ২০ মার্চ ১৪ জন ও ১ আগষ্ট ২০ জন গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করছে। সেই দুই মামলায়ও আমাকে আসামী করা হয়েছে। গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ায় বর্তমান ওসি একবার কারাগারে পাঠিয়েছেন। এ বিষয়ে মাওলানা রুহুল আমিন বলেন, গত দু’বছর ধরে সাবেক মেয়র এবিএম জিলানীসহ তার পরিবার ও লোকজন আমাদের কোটি টাকা মূল্যের জমি দখল করে রেখেছে। মিথ্যা গাছ কাঁটার মামলা দিয়ে আমাকেও আমার পরিবারকে হয়রাণী করছে। আমার জমিগুলো পেতে আমি একাধিক মামলা করতে বাধ্য হয়েছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments