বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলারায়পুর এসসি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম, কার্যক্রম স্থগিত

রায়পুর এসসি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম, কার্যক্রম স্থগিত

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুর চর আবাবিল এসসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। ২৮ জানুয়ারী বিদ্যালয়টি সুষ্ঠ পরিচালনা ও গোপন নির্বাচন বাতিল করে গ্রহনযোগ্য নির্বাচন ব্যবস্থা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন জানিয়েছেন জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা মনজুর হোসেন সুমন। উপজেলা সহকারী কমিশনার ভূমি, মৎস কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সমন্বয়ে তিন সদস্যের কমিটিকে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন ইউএনও। দ্বিতীয় দফায় তদন্ত করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিয়ে মঙ্গলবার তিন কর্মকর্তা ওই বিদ্যালয়ে পরিদর্শন করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন। এ বিষয়টি কেন্দ্র করে অত্র প্রতিষ্ঠান, অভিভাবক ও জনগনের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। মনজুর হোসেন সুমনের অভিযোগে জানাযায়, একটি বিদ্যালয় সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে একজন সভাপতি, একজন দাতা সদস্য, চারজন অভিভাবক সদস্য, একজন সংরক্ষিত মহিলা সদস্য, তিনজন শিক্ষক প্রতিনিধি ও প্রধান শিক্ষককে সদস্য সচিবসহ মোট ১১ জনের একটি সুন্দর স্কুল পরিচালনা কমিটির গঠন হয়। কিন্তু চরআবাবিল এসসি বিদ্যালয়ের ক্ষেত্রে ঘটে ব্যতিক্রম। কুমিল্লা বোর্ড ও মাধ্যমিক শিক্ষা অফিসের নির্দেশনা অমান্য করে ৭ থেকে ৯ জানুয়ারীর মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা ১২ জানুয়ারী যাচাই-বাচাই, ১৪ জানুয়ারী প্রত্যাহার, ২৬ জানুয়ারী নির্বাচন সম্পূর্ণ করে ও ২৭ জানুয়ারী ভোটারদের তালিকা নোটিশবোর্ডে ঝুলিয়ে দেয়। প্রধান শিক্ষক তার অনুসারী ২ শিক্ষককে নিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে গোপনে নির্বাচন না দিয়েই এডভোকেট আব্দুল মান্নান মুন্সিকে সভাপতি করে পরিচালনা কমিটি গঠন এবং তা কুমিল্লা বোর্ডে পাঠানো হয়। এ অনিয়মের আগে এডভোকেট আব্দুল মান্নান মুন্সিকে আহবায়ক করে দু’বার এডহোক কমিটি গঠন করলেও তারা নির্বাচনের মাধ্যমে পরিচালনা কমিটি করতে ব্যর্থ হয়। সেই এডভোকেট আব্দুল মান্নান মুন্সিকে সভাপতি করে আবারও গোপনে পরিচালনা কমিটি গঠন করে বোর্ডে পাঠানো হয়। যাহা সম্পূর্ণ অন্যায় ও অনিয়ম। ২৮ জানুয়ারী লিখিত অভিযোগের প্রেক্ষিতে ইউএনওর নির্দেশে এসিল্যান্ডের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি গত বৃহস্পতিবার বিদ্যালয়টি পরিদর্শন করে কয়েকটি অনিয়মের সত্যতা পেয়ে মঙ্গলবার গণশুনানিরদিন ধার্য করেন। সে অনুযায়ী মঙ্গলবার দুপুরে ওই বিদ্যালয় পরিদর্শন করে ৯ জন শিক্ষক, ১৫ শিক্ষার্থী ও ২৫ জন অভিভাবকের সাক্ষাৎকার নিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। চর আবাবিল এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কীর্ত্তনিয়া বলেন, এ ব্যাপারে কোন বক্তব্য দিতে পারবো না। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন বলেন, এ সম্পর্কে আমি কিছুই জানিনা। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে বুজতে পারবো। তদন্ত কমিটির আহবায়ক উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোহ্ধসঢ়;তাসিম বিল্লাহ্ধসঢ়; বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশে বিদ্যালয়ে পরিচালনা কমিটির নির্বাচনে অনিয়ম নিয়ে মঙ্গলবার দিনব্যাপি তদন্ত করা হয়েছে। বুধবার ইউএনও মহোদয়ের কাছে তদন্ত রিপোর্ট পেশ করা হবে। তবে এই নির্বাচন নিয়ে কিছুটা অনিয়ম, দূর্নীতির সত্যতা পাওয়া গেছে বলে জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments